এদিক ওদিক চাও,ভুল ভাবে মাঝে মাঝে..ইংলিশে গান গাও,মাইয়াদের ছবি লাগাইয়া..ফেসবুকও চালাও, বন্ধু হে।আরে বাপেরও হোটেলে খাইয়া..বাইক নিয়া ঘোরো,সুন্দরী মাইয়া দেখিলে..মুচকী হাসি মারো,
কুঁজো হয়ে হেঁটে ভাবো..লাগতাছে ফিটফাট, বন্ধু হে।ছেলে তোর নেশা নেশা চোখে..যেন আগুন জ্বলে বুকে,ওই নেশা নেশা চোখে..যেন আগুন জ্বলে বুকে,সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে,সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে।
ছেলে তোর কোকড়া কোকড়া চুলে..যেন সমুদ্র ঢেউ খেলে,তোর কোকড়া কোকড়া চুলে..যেনো সমুদ্র ঢেউ খেলে,সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে,সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে।
ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে..যখন বিড়ির ধোঁয়া ওঠে,তোর গোলাপ গোলাপ ঠোঁটে..যখন বিড়ির ধোয়া ওঠে,সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল্লাগে,সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে,
সেই ধোঁয়া দেখিতে আমার ভাল্লাগে,ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল্লাগে,সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে,সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে..।