আপনি কেন গাড়ল খামার করবেন ????
সাধারনত অন্যান্য প্রানীর তুলনায় গাড়ল পালনে ঝামেলা কিছুটা কম,আয়ের সুযোগ বেশি,এদের পালন ও খাদ্য ব্যবস্থাপনা সহজ , রোগ ব্যাধিও কম হয়ে থাকে। গাড়ল পালনের যে বিশেষ সুবিধা গুলো রয়েছে তা আলোচনা করা হলো :-
১. গাড়ল শান্ত ও ছোট প্রাণী বলে এদের খাদ্য ও আবাস জনিত বিনিয়োগ এবং ঝুকি কম।
২. গাড়ল থেকে মাংস, পশম ও জৈব সার উত্পাদিত হয়।
৩. গাড়ল গরু - ছাগলের সাথে মিশ্রভাবে পালন করা যায়।
৪. একটি গাড়ল বছরে সাধারনত দুবার বাচ্চা দেয় , এবং প্রতিবারে একাধিক বাচ্চা দেয়।
৫. গাড়লের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য পশুর চেয়ে অনেক বেশি।
৬.গাড়ল ভূমিহীন , ক্ষুদ্র ও মাঝারি চাষীদের আয়ের উত্স হতে পারে।
৭. গাড়ল পতিত জমির ঘাস , ঝরা পাতা , আগাছা , খড় ও ফসলের উচ্ছিস্ট খেয়ে বেচে থাকতে পারে।
৮. গাড়লের মাংস তুলনামূলকভাবে নরম , রসালো ও স্বুসাদু।
৯. বিভিন্ন আবহাওয়ায় নিজেদের খাপ খাইয়ে চলতে পারে।
১০. গাড়লের মৃত্যু হার অন্যান্য প্রানীর তুলনায় কম।
১১. গাড়লের রোগপ্রতিরোধ ক্ষমতা অন্যান্য প্রানীর তুলনায় বেশি।
১২. বাংলাদেশের আবহাওয়ায় গাড়ল পি.পি.আর. রোগে কম আক্রান্ত হয়।
১৩. গাড়লের বাচ্চা উত্পাদন বেশি, ঘন ঘন বাচ্চা দিলেও স্বাস্থ্য ভেঙ্গে পরেনা।
১৪. গাড়লের খাদ্য সরবরাহ করা খুব সহজ।
১৫. গাড়ল শীত ও বৃষ্টিতে অধিক সহনশীল।
১৬. গাড়ল আবদ্ধ অবস্থায় ও চরে বেরিয়ে খাবার খায়।
১৭. গাড়ল দলবদ্ধ ভাবে থাকতে পছন্দ করে বলে সহজে পরিচালনা করা যায় এবং অল্প জায়গায় বেশি সংখ্যক পালন করা যায়।