দিন যত যাচ্ছে ততই আধুনিকতার ছোঁয়া লেগেছে এই বিশ্বের প্রতিটি দেশে । মানুষ আগে গুহায় থাকত এখন সভ্য হয়ে তাদের নিজস্ব বাসস্থান করেছে । আগের দিনের মতো এখন আর খড়ের তৈরি বাড়ি দেখাই যায় না। এখন বড় বড় দালান কোঠা তৈরিতে ব্যবহৃত হয় ইট । আর এই ইট ভাটা গুলো পরিবেশ নষ্ট করছে।
ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া কার্বন মনোক্সাইড, কার্বন ডাই-অক্সাইড প্রভৃতি ক্ষতিকর পদার্থ থাকে, যেগুলো বায়ুদূষণে মুখ্য ভূমিকা পালন করে । এতে ভাটার আশপাশের এলাকা, নদী, শহরাঞ্চল ও গ্রামীণ জনপদের জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে। ইটভাটা সৃষ্ট দূষণে বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইটভাটার কালো ধোঁয়ার কারণে মানুষের ফুসফুসের সমস্যা, শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত নানা রোগ বৃদ্ধি পাচ্ছে।
ইটভাটাগুলোতে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ। এতে উজাড় হচ্ছে গাছপালা। বনগুলো ধ্বংস হচ্ছে। অথচ বর্তমানে দেশের অধিকাংশ ইটভাটাই এ আইন অমান্য করে স্থাপিত এবং ইট তৈরি করছে। সরকারের উচিত যেখানে সেখানে ইট ভাটা স্থাপন করার লাইসেন্স না দেয়া ।