শিকল বেরি দিলেই কি আর কাউরে বাইন্ধা রাখা যায়..যদি থাকিতে না চায়।কি লাভ হইলো শিকল বেরি দিয়া পাখির পায়..আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়াই..
কি লাভ হইলো শিকল বেরি দিয়া পাখির পায়..কি লাভ হইলো শিকল বেরি দিয়া পাখির পায়।জংলার পাখি মন বুঝেনা..থাকিয়াও পিঞ্জিরায়..আমি ছাড়াও পাখিটারে কেজন পোষ মানায়।
পাখি কথা রাখেনাই রে কথা রাখেনাই..কি লাভ হয়লো শিকল বেরি দিয়া পাখির পায়..কি লাভ হইলো শিকল বেরি দিয়া পাখির পায়।কুমার যেমন পোড়ায় ঘটি আমার তেমন হাল..
কে জানি তো তার পিড়িতে পুড়িবে কপাল। মল্লিক কান্দে সর্বদায় পাখি আয়রে ফিরে আয়..কি লাভ হইলো শিকল বেরি দিয়া পাখির পায়..কি লাভ হইলো শিকল বেরি দিয়া পাখির পায়