চুল

চুলের যত্নে তেল খুবই উপকারী

মাথা ভর্তি চুল কার না ভালো লাগে! চুল ছোট হোক কিংবা বড়ো , স্বাস্থ্য সম্মত চুল সবার প্রয়োজন। চুল মানুষের এক্সট্রা সৌন্দর্যের প্রতীক। সেই চুলে পুষ্টি জোগাতে দারুণভাবে সাহায্য করে তেল। চুলে নিয়মিত মাথায় তেল ব্যবহার করলে প্রয়োজনীয় ও সঠিক পুষ্টি মিলবে চুলে। 

 

আমাদের যেমন খাদ্যের প্রয়োজন হয় নইলে শরীর পুষ্টিগুণ পাই না তেমনি আমাদের চুলের যত্নে তেল দেওয়া জরুরি। সুন্দর চুল পেতে আমাদের দরকার একটু খানি যত্নে ।সেটা আমরা তেল দেওয়ার মাধ্যমে শুরু করতে পারি ।

 

নিয়মিত চুলে তেল ব্যবহার করলে চুল ঘন হয় এবং চুলের সমস্যা দূর হয়। তাই নিয়মিত চুলে তেল দেওয়ার এই অভ্যাস আপনার চুলের জন্য বেশ উপকারী।আপনার নিয়মিত চুলে তেল দেওয়ার অভ্যাস চুল ভালো রাখবে এবং দূর করবে মানসিক চাপ । নিয়মিত চুলে তেল মালিশ করলে মানসিক চাপ বা বিষণ্ণতা দূর হবে অনেকটাই।


Hoimonti Shukla

137 Blog posts

Comments