আমাদের বাংলাদেশ

Comments · 35 Views

আমাদের বাংলাদেশ

আমাদের দেশ বাংলাদেশ ঢাকা এদেশের রাজধানী। আমাদের দেশে বিশ কোটিরও বেশি লােক বসবাস করে। তাদের অধিকাংশই মুসলমান। অন্যরা হচ্ছে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান।

 

এ দেশের অধিকাংশ লােক কৃষক। অবশিষ্ট লােকজন ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী ইত্যাদি। সকল সম্প্রদায়ের লােকেরা এখানে শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করে। পুরুষদের জাতীয় পােশাক পাজামা ও পাঞ্জাবি এবং মেয়েদের শাড়ি।

 

আমাদের দেশ ষড়ঋতুর দেশ। ঋতুগুলাে হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এটি নদীমাতৃক দেশ। পদ্মা, মেঘনা ও যমুনা হচ্ছে আমাদের দেশের প্রধান নদ-নদী। প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড় ও খরার মতাে প্রাকৃতিক দুর্যোগ এদেশে হানা দেয়। আমাদের দেশের জলবায়ু হচ্ছে উষ্ণ ও আর্দ্র এবং ভূমি হচ্ছে সমতল ও উর্বর।

 

তাই প্রতিবছর এখানে প্রচুর ফসল জন্মে। ধান, চা, পাট, গম ইত্যাদি হচ্ছে আমাদের প্রধান ফসল। বাংলাদেশ একটি রীতিনীতি ও ঐতিহ্যবহুল দেশ। কারণ এখানে বসবাসরত প্রতিটি জাতিগােষ্ঠীর নিজস্ব রীতিনীতি রয়েছে। যেমন মুসলমানদের ঈদ, হিন্দুদের পূজাপার্বণ বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা ও খ্রিস্টানদের বড় দিন।

 

 আমাদের সংস্কৃতির একটি বড় অনুষ্ঠানের নাম বাংলা নববর্ষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাঙালি পহেলা বৈশাখের এ উৎসবে অংশগ্রহণ করে থাকে। বাংলাদেশ একটি প্রাকৃতিক সৌন্দর্যেরও দেশ, আর এ প্রাকৃতিক সৌন্দর্যই আমাদের অহংকার। আমরা আমাদের দেশকে নিয়ে সত্যিকারভাবেই গর্বিত।

Comments
Read more