ঋতুরাজ বসন্ত উত্তর বাংলা ঋতুচক্রের ছয়টি ঋতুর মধ্যে শেষ ঋতুটি হল বসন্ত । বাংলায় প্রধান ঋতু হল গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত প্রবল শৈত্যের পর আসে বসন্ত। ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে বসন্তকাল৷
বসন্তকালের সৌন্দর্য এবং শোভা আমাদের মনকে হরণ করে, বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া, প্রাকৃতিক শোভা সকলের প্রানে আনে আনন্দ প্রানে আবহাওয়া,
প্রাকৃতিক শোভা সকলের প্রানে আনে আনন্দ, পাতাঝরা গাছগুলোতে নতুন পাতা জন্মায়। আমগাছ মুকুলে ভরে যায় বসন্তের বাতাস দক্ষিন দিক থেকে বইতে থাকে,
বসন্ত যেন নবজীবনের প্রতীক, গাছে গাছে কৃষ্ণচূড়া, পলাশ, শিমূল ফুলের মেলা, চারিদিকে কোকিলের কুহু কুহু রব জানান দেয় বসন্ত এসে গেছে।
প্রজাপতির আনাগোনা দেখা যায় রঙ-বেরঙের ফুলে। মৌমাছির চাক মধুর টানে গাছে গাছে বাসা বাঁধে অলির গুঞ্জনে মাতোয়ারা হয়।