পরিশ্রম ও সাধনার মাধ্যমে নিজের কর্মস্পৃহাকে সঞ্চালন করতে পারলে সফলতা লাভ করা যায়। সাধনা দ্বারা জীবনের সব বাধাবিঘ্ন দূর হয়। মানুষ যদি নিরলসভাবে চেষ্টা করে যায় তবে যেকোনো কাজে সফল হতে পারে।
পৃথিবীতে এমন অনেক দৃষ্টান্ত আছে যেখানে নিরন্তর সাধনার মাধ্যমে জীবনকে সার্থক করা সম্ভবপর হয়েছে। বিধাতা প্রতিভা দেন নি বলে জীবনে কিছু করা গেল না এমন উদ্ভট কল্পনা না করে
নিবিড় সাধনা করে গেলে সাফল্য অনিবার্য হয়ে ওঠে। তাই প্রতিভার কথা মনের ভেতরে না পুষে পরিশ্রমী মানুষ ক্লান্তিহীন পরিশ্রম ও সাধনা করে যায় এবং পরিণামে সফলতার মালা পরিধান করে। সাধনা ছাড়া প্রতিভার কোনো মূল্য নেই।
প্রতিভা যে একটি বিস্ময়কর শক্তি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রতিভাধর ব্যক্তিরাই যুগে যুগে সভ্যতাকে সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তোলার পথ নির্দেশ করেছেন। কিন্তু প্রতিভার কাছ থেকে
কল্যাণকর কিছু আশা করতে হলে তাকেও যত্ন করতে হয়। যত্ন না করলে সত্যিকারের প্রতিভার বিকাশ ঘটে না এবং তার কাছ থেকে কিছু আশাও করা যায় না।