ফটোগ্রাফী

Comments · 24 Views

ফটোগ্রাফি এমন একটি শক্তিশালী মাধ্যম যা মানুষের মনে দ্রুত গতিতে ক্রিয়াশীল

শিল্পের সঙ্গে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব থাকতে পারে না বরং শিল্পের সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন থাকলে শিল্প মাধ্যম হয়ে ওঠে সময়োপযোগী। ফটোগ্রাফির ক্রমবর্ধমান উন্নয়নের ইতিহাস আলোচনা করতে গিয়ে তাই প্রমাণ করে।

 

সাধারণ অর্থে সূর্যের আলো কিংবা কৃত্রিম আলোকে ব্যবহার করে কোনও বস্তুর প্রতিবিম্ব আঁকার পদ্ধতিকে ফটোগ্রাফি বলে। বাংলা একাডেমি বিজ্ঞান বিশ্বকোষ বর্ণনা অনুযায়ী,

 

ফটোগ্রাফি হলো সুবেদী পৃষ্ঠতলের ওপর আলো অথবা অন্যান্য প্রকার বিকিরণের প্রত্যক্ষ বা পরোক্ষ ক্রিয়ার মাধ্যমে দৃশ্যমান প্রতিবিম্ব গঠন প্রক্রিয়া। তবে এই প্রক্রিয়া ফিল্ম-ক্যামেরার ক্ষেত্রে সম্পন্ন হয় রাসায়নিক পদ্ধতিতে। ডিজিটাল ক্যামেরার ক্ষেত্রে ইলেক্ট্রনিক বাইনারি পদ্ধতিতে

 

শিল্প কিংবা তথ্য আদান-প্রদানের মাধ্যম রূপেই ফটোগ্রাফি সীমাবদ্ধ নয়। ফটোগ্রাফি এমন একটি শক্তিশালী মাধ্যম যা মানুষের মনে দ্রুত গতিতে ক্রিয়াশীল। ফটোগ্রাফির ভাষা স্পষ্ট প্রামাণিক। 

 

ফটোগ্রাফি চর্চা থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে শিল্প এবং প্রযুক্তির দৌড়ে পিছিয়ে থাকে। তার মানে এও নয় যে, একটি দামি ভালো ক্যামেরা হাতে নিলে একজন ভালো আলোকচিত্রী হওয়া যায়। একজন ভালো আলোকচিত্রী হতে হলে চাই শিক্ষা, মননশীলতা এবং দক্ষতা।

Comments
Read more