স্টাইলিংয়ের আগে হেয়ার প্রিপেয়ার করা
শ্যাম্পু, কন্ডিশনিং, হেয়ার সিরাম- এই তিনটি স্টেপে চুল প্রিপেয়ার করে নিন। যেমন আমরা মেকআপের আগে স্কিনকে প্রিপেয়ার করি, ঠিক তেমনই হেয়ারস্টাইল করার আগে বেসিক হেয়ার কেয়ার করে নিতে হবে। এতে ফ্রিজিনেস কন্ট্রোল করা যায় এবং চুল ম্যানেজেবল থাকে। আর এতে যেকোনো হেয়ারস্টাইল খুব সুন্দরভাবে করা যায়। হিট ছাড়া হেয়ার কার্ল কীভাবে করা যায়, সেটা জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। চলুন দেখে নেই সেই মেথডগুলো।