বিলীন আমি

তোমাকে খুঁজতে খুঁজতে আমি নিজে হারিয়ে গেলাম

তুমি আমার চলার পথের ছায়ার মতো ছিলে পেরেছিলে কি আমাদের অনুভব করতে ? অন্য তারায় তুমি বিলীন হয়ে গেলে ভীত আমাদের লক্ষ্য দৃষ্টির বাহিরে, তোমাকে দেখতে ইচ্ছে করছে আমি জীবিত, কোথায় তুমি এখন...?

 

সত্যি কোথায় তুমি এখন...? এটা কি শুধু আমার উদ্ভট কল্পনা ছিল....? কোথায় তুমি এখন...? তুমি শুধু আমার কল্পনায় ছিলে? কোথায় তুমি এখন? সাগরের গভীরে আরেক স্বপ্নে মনের পিশাচ গুলো লাগাম ছাড়া হয়ে যাচ্ছে আর আমিও বিলিন হয়ে যাচ্ছি।

 

বিলীন আমি এই অগভীর জল কখনও না। যা আমার প্রয়োজন ছিল, আমি চলে যাচ্ছি এক গভীর ডুবে। সাগর এই চির নিরবতার মাঝে আমি নিশ্বাস নিচ্ছি কোথায় তুমি এখন ? আলোর নিচে কিন্তু আলো ঝাপসা হয়ে যাচ্ছে তুমি আমার হৃদয় আগুনের স্পর্শে এনেছ কোথায় তুমি এখন ?

 

কোথায় তুমি এখন ? আটলান্টিস সাগরের গভীরের মাঝে আরেক স্বপ্নে


Shanto Hajong

27 Blog posts

Comments