মানবদেহে রক্তের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণকারী প্রধান অঙ্গ হচ্ছে হৃদপিন্ড ।হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন ব্যবস্থায় পাম্প হিসেবে কাজ করে সারা শরীরে অবিরাম রক্ত প্রবাহ প্রদান করে। মানুষের ক্ষেত্রে হৃদপিন্ড সাধারণত পুরুষের ৩০০ গ্রাম এবং নারীর ২০০ গ্রাম হয়ে থাকে । মানুষের হৃদপিন্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট । মানুষসহ অধিকাংশ প্রাণীর ১টি হৃদপিন্ড থাকে , কিন্তু ক্যাটল ফিসের ৩টি থাকে। হৃদপিন্ড দ্বিস্তর বিশিষ্ট পাতলা পর্দা পেরিকার্ডিয়াম দিয়ে আবৃত।
হৃদপিন্ডের রক্ত সরবরাহজনিত জটিলতাকে হৃদরোগ বলে । হৃদপিন্ডে পর্যাপ্ত অক্সিজেনের অভাব হলে হৃৎপেশি ধ্বংসপ্রাপ্ত হয় যার কারনে হার্ট অ্যাটাক হয় । এছাড়াও দেহের যেকোনো অংশে প্রয়োজনের তুলনায় রক্ত সরবরাহ কমে হৃদপিন্ডের ওপর চাপ পড়ে ।
ধুমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল জাতীয় খাবার বেশি খাওয়া,মানসিক চিন্তা এগুলো হার্ট অ্যাটাক এর প্রধান কারণ।হৃদপিণ্ড আমাদের দেহের ভীষণ জরুরি একটি অঙ্গ। আমাদের সারা শরীরে রক্ত সরবরাহ করে এই হৃদপিণ্ড। আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও এটি কাজ করতে থাকে?