কাহিনী সংক্ষেপণ
কুহুরানী নিজেই গল্পের মূল চরিত্রে রয়েছে। কুহুরানী মূলত সার্কাস পার্টির একজন সদস্য। গোলগাল মুখের মায়া কাড়া চাহনির অধিকারিণী সে। সার্কাস পার্টির সাথে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেই দিন কাটে তার। কিন্তু সার্কাস পার্টির সদস্য হওয়ায় কারো কাছে সম্মান পায় নি সে। একদিন সার্কাস ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কুহুরানী। পরবর্তীতে খায়রুন্নেসা আদর্শ হাইস্কুলের হেডমাস্টারের বাড়িতে আশ্রয় নেয় সে। কিন্তু গল্পের শেষে দেখা যায় আবারো সার্কাসে ফিরে আসে কুহুরানী এবং গল্পের সমাপ্তি ঘটে।