আসো সবাই মিলে কাজ করি

আসো সবাই মিলে কাজ করি

ফেসবুক স্ক্রল করতেই একটা কেস স্টাডি চোখে পড়ল। এক জুটি প্রায়ই ‘ব্রেকআপ-প্যাচআপ’-এর ভেতর দিয়ে যেতেন। মানে, এই তাঁরা একসঙ্গে আছেন, আবার দুদিন পরই ব্রেকআপ। আবার হয়তো কিছুদিন পর দুজনকে একসঙ্গে দেখা গেল রেস্তোরাঁয়। তো, সেই জুটি বিয়ে করল। বিয়ের ছয় মাস যেতে না যেতেই দেখা গেল তাঁরা আইনগতভাবে বিচ্ছেদের আবেদন করেছেন। আবার বিপরীত চিত্রও দেখা যায়। প্রেমের সময় ব্রেকআপের পরও অনেকেই বিরতি নিয়ে ফিরেছেন একে অপরের কাছে। বিয়ে করে দিব্যি সুখের সংসার করছেন।

 

আসলে প্রাক্তন ফিরতে চাইলে কী করবেন, এ প্রশ্নের কোনো একক উত্তর নেই। একেকজনের ক্ষেত্রে বিষয়টি একেক রকম। তবে সাধারণ কিছু বিষয় মাথায় রাখতে হবে। 


Md Maruf Hossain

59 Blog posts

Comments