হীরা/ ডায়মন্ড

কার্বন-এর একটি শুদ্ধতম ও গাঢ়তর রূপ। কার্বন-এর বহুরূপকের মধ্য সবচেয়ে মূল্যবান হচ্ছে হীরা ।

সারা পৃথিবীতে হীরা সবথেকে দামী উপহার । বিশেষ করে বিয়ে কিংবা ইংগেজম্যান্ট এ হিরার কোনো তুলনা নেই । প্রকৃতিতে পাওয়া সবচেয়ে কঠিন ও দামী বস্তুর নাম হীরা। ইংরেজিতে বলে ডায়মন্ড। এই বস্তুটির চাহিদা হলেও পৃথিবীতে কম পাওয়া যায় । হীরা উজ্জ্বল ও শক্ত পদার্থ। প্রচণ্ড তাপ ও চাপেও নষ্ট হয় না।

 

ডায়মন্ডের অলঙ্কার দেখতে যেমন সুন্দর তেমনি মূল্যবান । নীল, সবুজ, কালো, অর্ধ-স্বচ্ছ সাদা, গোলাপী, বেগুনী, কমলা, রক্তাভ এবং লাল বর্ণের হীরাও পাওয়া যায় । বর্তমান সময়ে হিরা নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই,আগে ডায়মন্ড নিয়ে মাথা ঘামাতো না মানুষ । তখন হীরা নামক বস্তুটার মূল্য ছিল । কেবলমাত্র রাজপরিবারের সদস্যরাই অলংকার হিসেবে পড়ত । 

 

হীরা আসল কি নকল তা চেনার ও উপায় আছে। আসল হীরা আলোর প্রতিফলন ঘটায় । হীরাতে আলো ফেললে এর ভেতরে ধূসর ও ছাই রঙের আলোকচ্ছটা দেখা যাবে, যাকে 'ব্রিলিয়ান্স' বলা হয় । কিন্তু নকল হীরার ভেতরে রংধনুর রঙ দেখতে পাওয়া যাবে । অনেকে ধারনা করেন হীরা বিষাক্ত, কিন্তু তা নয় । বাংলাদেশে কোনো হীরার খনি নেই । তবে এদেশের মানুষ তাদের সামর্থ অনুযায়ী যুগ যুগ ধরে হীরা খচিত অলংকার ব্যবহার করে আসছে ।


Hoimonti Shukla

137 Blog posts

Comments