শের শাহ

Comments · 19 Views

ভারতের শূর বংশের প্রতিষ্ঠাতা শের শাহ

উপরোক্ত ছবিটি শের শাহের । তার প্রকৃত নাম ফরিদ খান । তবে ইতিহাসে তিনি শেরখান নামে পরিচিত । শেরশাহ ছিলেন বিহারের অন্তর্গত সাসারামের জায়গিরদার হাসান খান শূরের পুত্র । শের শাহ চাকরি করতেন মুঘল সম্রাট বাবরের অধীনে । তিনি ১৫৩৯ সালে কনৌজের নিকট বিশ্বগ্রামে চৌসারের যুদ্ধে হুমায়ূনকে পরাজিত করেন ‌। তিনি বাংলাদেশের সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত দীর্ঘ একটি মহাসড়ক " সড়ক ই আজম" নির্মান করেন । এর দুপাশে ছিল ছায়াদানকারী বৃক্ষশ্রেণি ।

 

ভূমি রাজস্ব ব্যবস্থা (land revenue system) এর সংস্কার করেন । তিনি কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন । কৃষকগন তাদের অধিকার ও দায়িত্ব বর্ননা করে সরকারকে কবুলিয়ত নামে দলিল সম্পাদন করে দিত । আর সরকারের পক্ষ থেকে জমির ওপর জনগণের স্বত্ব স্বীকার করে নিয়ে ঠাট্টা দেওয়া হতো ।

 

শের শাহ সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে ডাক ব্যবস্থা চালু করেন । ডাক ব্যবস্থার উন্নতির জন্য তিনি ঘোড়ার মাধ্যমে ডাক আনা নেওয়ার ব্যবস্থা করেন । এছাড়াও তিনি "দাম" নামক রূপার মুদ্রার প্রচলন করেন । শের শাহের সমাধিসৌধ ভারতের বিহার রাজ্যের সাসারামে অবস্থিত ।

Comments
Read more