কোটা আন্দোলনে কোটা আন্দোলনে মিডিয়ার ষড়যন্ত্র। সাধারণ শিক্ষার্থীরা তাদের কোটা আন্দোলন নিয়ে শান্তিপুর্ণ ভাবে তাদের কার্যক্রম চালাচ্ছিলো। কিন্তু সরকার প্রধান সাধারণ শিক্ষার্থীদের কথা শোনা তো দুরের কথা এমনকি শেখ হাসিনা তাদের কে রাজাকার বলে সম্মোধন করেন। যা শুনে চরম রেগে যায় সাধারণ শিক্ষার্থীরা।
তা নিয়ে যখন তারা আন্দোলন করতে শুরু করে। তখন সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাই। তারা মেয়েদের পর্যন্ত গায়ে হাত দিয়েছে। অনেক বোনের মাথা ফাটিয়ে দিয়েছে এই ছাত্রলীগ। কিন্তু তারা এখন নির্লজ্জর মতন করে বলছে সাধারণ শিক্ষার্থীরা নাকি তাদের ওপর হামলা চালিয়েছে। কতটা নির্লজ্জ হলে কেউ এমন কথা বলতে পারে।
এই যখন দেশের অবস্থা। তখন বাংলাদেশের মিডিয়ার ভুমিকা আপনাদের সামনে একটু তুলে ধরি। আমি যে এতক্ষণ আন্দোলন কারী শিক্ষার্থী বলছি কিন্তু সংবাদ মাধ্যম গুলো বলছে কোটা আন্দোলন কারীরা। মানে সাধারণ শিক্ষার্থী তা না বলে তাদের একটি আলাদায় নাম দিয়েছে আমাদের মিডিয়া। তারা এখন সাধারণ শিক্ষার্থী নয় তারা এখন কোটা আন্দোলন কারী।
যখন ৪ ঘন্টা ধরে ছাত্রদের ওপর হামলা চালাই ছাত্রলীগ। যাদের বর্তমানে শিক্ষার্থীরা টোকাই লীগও বলছে। তখন মেইনস্ট্রিম মিডিয়া গুলো খবর সম্প্রচার সেই ভাবে করি নি। তারা ভালোভাবে ভিডিও করেনি। আর করবেই বা কেনো। এ-সব মিডিয়া চ্যানেলের অধিকাংশরই মালিক আওয়ামীলীগের নেতারা বা সেসব ব্যবসায়ী যারা আওয়ামীলীগের ভক্ত।
এই মিডিয়া থেকে সাবধান। বিশেষ করে সময় টিভি। তারা সম্পুর্ণ ভাবে ফেক নিউজ করছে। যদি নিউজ দেখতে হয় তাহলে সতর্ক ভাবে দেখুন। কারণ মিডিয়া যেমন তথ্য দেয় দেশের সাধারণ জনগন সেটি সত্য বলে মেনে নেই বা কিছুটা সত্য ভাবে। তাই সাবধান বর্তমানে মিডিয়া বাংলাদেশের ক্যান্সার। তাই বলে সবাই না ২০ % ভালো মিডিয়াও আছে। তা আপনাকেই খুজে বের করতে হবে। যেমন ইত্তেফাক নিউজ।
মিডিয়ার এই ষড়যন্ত্র ফাঁস করতে দিন কে দিন লেগে যাবে। তারা করেছেই এমন কাজ। আসলে তারাও চাপে পড়ে এ-সব কর্তে বাধ্য হয়। তাদের পর্দাফাঁস নিজেদেরই করতে হবে। কোনো জায়গায় ফেক নিউজ দিলে সাথে সাথে রিপোর্ট দিন ও কমেন্ট লিখে দিন এটি ভুয়া নিউজ। বা ভুয়া ভূয়া ভূয়া ভূয়া লিখুন। কোটা আন্দোলনে মিডিয়ার ষড়যন্ত্র।