বায়ু দূষণ

মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব

বায়ু| জীবের জন্য বায়ু খুব গুরুত্বপূর্ণ| বায়ু ছাড়া যে বেঁচে থাকতে পারে না| উদ্ভিদ বায়ুর কার্বন ডাই অক্সাইডের সাহায্য খাদ্য তৈরি করে| আবার সাজবনের জন্য প্রাণের বায়ুর অক্সিজেন প্রয়োজন| দৈনন্দিন জীবনের বায়ু| মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন| এছাড়াও দৈনন্দিন নানা কাজে বা মানুষ বায়ু ব্যবহার করে থাকে| মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্ন বিভিন্নভাবে ব্যবহার করে| বায়ুর প্রভাব এর ব্যবহার| কাজটি থেকে আমরা দেখলাম বায়ু প্রবাহ চাকার চরকা কুড়াতে পারে| বায়ু প্রভাবে সাহায্যে এভাবে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়| দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের নানা বৃদ্ধির ব্যবহার করছে মানুষ| শরীর ঠান্ডা রাখতে হাতপাখা বা বৈদ্যুতিক পাখার বায়ু প্রবাহ ব্যবহার করে| বায়ুপ্রবাহ ব্যবহার করে নিতে পাল তোলা নৌকা চলে| কোন ভেজা বস্তুকে শুকানোর জন্য ভয়াবহ ব্যবহার করা হয়| বায়ুপ্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে| আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখে| আবার ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রয়ের ব্যবহার উপভোগ করে| বায়ুর ব্যবহার| ফুটবল গাড়ির রিক্সা বা সাইকেল টায়ার ইত্যাদি ফোলানোর জন্য মানুষ বাই ব্যবহার করে| এছাড়া মানুষ বায়ুর উৎপাদন গুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে| বায়ুর উৎপাদন গুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে| শ্বাসকষ্টের রোগী ডুবুরি এবং পর্দায় অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়| ইউরিয়া সার তৈরিতেও এবং প্যাকেট ও টিনের কৌটার বিভিন্ন খাদ্য যেমন মাছ মাংস ইত্যাদি চিপসের সংরক্ষণের বায়ু নাইট ব্যবহার করা হয়| বিভিন্ন কমল পানীয় ঝাঁকানোর জন্য ধরে রাখার জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়| আগুন নেভানোর জন্য অগ্নি বায়োক যন্ত্রের কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়| এভাবে বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| বায়ু দূষণ| আমরা প্রায় শুনে থাকি যে বায়ু দূষিত হচ্ছে| কিভাবে বায়ু দূষিত হচ্ছে| বায়ু দূষণ প্রতিরোধ করা জরুরী| বায়ু দূষণমুক্ত রাখতে আমরা কি কি করতে পারি| বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ গ্যাস ধূলিকণা অথবা যুগান্তর বায়ুতে বায়ু দূষিত হবে| এই দূষণ ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে সাধন করে| বায়ু দূষণের কারণ| মানুষের ভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষিত একটি বড় কারণ| বিশেষ করে জীবাণুর জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্মিত হয়| কলকারখানা ও যানবাহন থেকে এ সকল গ্যাস বাড়িতে আসে| গাছপালা পোড়ানোর ফলে বিভিন্ন উৎপন্ন ধোয়া থেকে বায়ু দূষিত হয়| যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মল মূত্রত্যাগের কারণে গন্ধ ছড়া এবং বায়ুস্ত হয়| মানুষের স্বাস্থ্য পরিবেশের উপর বায়ুদূষণের প্রভাব| বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর| এর ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার সাহায্যনিত রোগ হেদ্র রোগ বিভিন্ন রোগে আক্রান্ত হয়| পরিবেশের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব পড়ছে| জীবাণু জ্বালানিজ পোড়ানোর ফলে বাতাস কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর ব্যাস ছড়ায়| এই সকল গ্যাস ভারতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও এসিড বৃষ্টি হচ্ছে| কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলেই এসিড বৃষ্টি তৈরি হচ্ছে| এসিড বৃষ্টির ফলে জীবনে ক্ষতি হতে পারে বাজি মারা যেতে পারে| কিভাবে বায়ু দূষণ প্রজেক্ট করা যায়| শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাণু জ্বালানি অতিরিক্ত ব্যবহার কমাতে পারি|


Monirul Islam

1232 Blog posts

Comments