একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করে কেমন আয় করা যায়?
ক্লাইন্টের চাহিদার উপরে নির্ভর করে একটি ই কমার্স সাইট তৈরির খরচ ১৫ হাজার টাকা থেকে ১৫ লক্ষ টাকাও হতে পারে। তবে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আমরা যে ই কমার্স ওয়েবসাইট তৈরির কাজ শিখবো সেগুলোর বাজেট সাধারণত ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে হয়ে থাকবে।
সে হিসেবে আপনি যদি প্রতি মাসে মাত্র ২-৩ টি অর্ডার পেতে পারেন তাহলেই খরচ বাদ দিয়েই ২০-৩০ হাজার টাকা ইনকাম করা সম্ভব।
WooCommerce কি?
WooCommerce (সংক্ষেপে আমরা WooCom বলি) হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেসের একটি প্লাগিন যেটির সাহায্যে একটি সাধারন ওয়েবসাইটেও ই কমার্স এর প্রোফেশনাল মানের ফাংশনালিটি অ্যাড এবং কাস্টমাইজ করা যায়। এটি পৃথিবীর অন্যতম পপুলার প্লাগিন গুলোর মধ্যে একটি।
একটি সাইটের ই-কমার্স সংক্রান্ত ফিচার গুলো যেমন- প্রোডাক্ট আপলোড-ডিসপ্লে, ক্যাটালগ, অর্ডারের হিসাব রাখা, অর্ডার প্রোসেসিং করা, কুপন তৈরি করা, পেমেন্ট প্রোসেসিং সহ ই কমার্স ব্যবসা পরিচালনার জন্য জরুরী প্রায় সকল বিষয়গুলো এই প্লাগিন দিয়ে খুব সহজে করা যায়।
আর সব থেকে বড় কথা হচ্ছে, এই প্লাগিনটি সম্পূর্ণ ফ্রী!
WooCommerce কার জন্য?
আপনারা যারা অনলাইনে ২০-৩০ হাজার টাকা প্রতি মাসে আয় করার প্ল্যান করছেন এবং বর্তমান মার্কেটের ই-কমার্স এর ডিমান্ডকে কাজে লাগাতে চাচ্ছেন, তাদের জন্য WooCommerce শিখে নেয়াটা বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে।
যারা ওয়েবডিজাইনে আগ্রহী এবং HTML, CSS, WordPress সম্পর্কে ধারনা আছে তারাই এই কোর্সটি করতে পারেন। তবে, আপনার যদি এইগুলা সম্পর্কে একদমই ধারনা নাও থাকে তাহলে আপনার জন্য একদম শুরু থেকে সবগুলো কোর্স বিশেষ ছাড়ে বান্ডেল আকারে রয়েছে। এই লিংক থেকে বান্ডেল কোর্সটি কিনতে পারেন- একদম শুরু থেকে ওয়েব ডিজাইনের বান্ডেল কোর্স
WooCom Guru ভিডিও কোর্স!
যারা ই-কমার্স ওয়েবসাইট তৈরির ফিল্ডে একদমই নতুন বা একটু আধটু কাজ করছেন বা চাচ্ছেন খুব ভালভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ই-কমার্স সাইট তৈরি করতে তাদের জন্য উ-কম গুরু কোর্সটি অত্যন্ত সহায়ক হতে পারে।
এই কোর্স আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে প্র্যাক্টিক্যালি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে দেখিয়েছি।
- সম্পূর্ণ বাংলা ভাষায় HD ভিডিও
- ১২৫+ ভিডিও ক্লাস
- ২০ঘন্টা+ ডিউরেশন
- ১ বছরের ফ্রী সাপোর্ট
যারা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করে ই কমার্স ওয়েবসাইট তৈরির কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্স হবে গোল্ড মাইন! এখানে বেসিকের পাশাপাশি অনেক খুটিনাটি অ্যাডভান্স বিষয়ও কভার করা হয়েছে যা অনলাইনে ফ্রী কোর্স গুলো থেকে নাও পেতে পারেন।
ভিডিওর কোয়ালিটি কেমন?
আইটি বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে আমরা আপনার বেসিক লেভেল এমনভাবে তৈরি করে দিতে চাই যাতে করে আপনি অ্যাডভান্স বিষয়গুলো ইন্টারনেটের সামান্য হেল্প নিয়েই শিখে যেতে পারেন। সেই লক্ষ্যে আমরা এখানে বিষয়গুলো খুটিনাটি সহ দেখিয়েছি।
আর আপনারা তো জানেন ই, আমাদের কোর্সে এমন অনেক কিছুই দেখানো হয় যেগুলো এ দেশের ২০-২৫ হাজার টাকার ট্রেনিং কোর্সেও দেখানো হয় না।
তারপরও সম্পূর্ণ কোর্স থেকে কিছু ডেমো ভিডিও দেখে নিজেই সিদ্ধান্ত নিনঃ
কোর্সে যা যা থাকছেঃ
- WooCommerce প্লাগিন সম্পর্কে বিস্তারিত দেখানো হয়েছে
- প্রোডাক্ট ম্যানেজমেন্ট যেমন- প্রোডাক্ট অ্যাট্রিবিউট যেমন সাইজ/কালারের সাথে ছবি+দাম পরিবর্তন হওয়া, ডাউনলোডেবল প্রোডাক্ট ইত্যাদি বিষয়সহ ৪ ধরনের প্রোডাক্ট বিস্তারিত প্র্যাক্টিক্যাল দেখানো হয়েছে
- কাস্টমার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট দেখানো হয়েছে
- Inventory Management, শিপিং মেথুড, পেমেন্ট মেথুড, ট্যাক্স সেটাপ, শিপিং ক্লাস, কূপন, ইমেইল ইত্যাদি এর প্র্যাক্টিক্যাল ব্যবহার
- শিপিং, ট্যাক্স, কুপন ইত্যাদি এর অ্যাডভান্স/ফাংশনাল ব্যবহার দেখানো হয়েছে
- Advanced Live Chat, Invoice-Packaging Slip সহ জরুরী বেশ কিছু প্লাগিনের ব্যবহার দেখানো হয়েছে
- Automatic Payment Gateway সেটাপ করা
- WooCommerce এর Theme গুলো সম্পর্কে পরিচিতি
- বেশ কিছু জরুরী প্লাগিনের প্র্যাক্টিক্যাল ব্যবহার দেখানো হয়েছে
- এমনভাবে ফোকাস করা হয়েছে যেন আপনি যে কোন থিম-প্লাগিনের ব্যবহারে কনফিডেন্ট হয়ে যান
- ফ্রী থিম ব্যবহার করে ই-কমার্স সাইট তৈরি করা
- প্রিমিয়াম থিম ব্যবহার করে ই-কমার্স সাইট তৈরি করা
- Single Vendor ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা
- Multi Vendor ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা
- DropShipping এর জন্য AliDropship প্লাগিনের বিস্তারিত ব্যবহার