এই পৃথিবীতে হরেক রকমের মানুষের বাস । কেউ খাঁটো, কেউ লম্বা, ফর্সা, কালো,ধনী, গরিব ইত্যাদি । মানুষে মানুষে পার্থক্য আছে সেটা ধন সম্পদ, সৌন্দর্য,পদ মর্যাদা যাই হোক না কেন! এই যে আমাদের মধ্যে পার্থক্য,যেটাকে কেন্দ্র করে মানুষ অহং বোধ করে ।
যদি কারো মধ্যে অহংকার চলে আসে তখন তারা মনে করে যে তারা খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান । সে কখনই স্বীকার করবে না যে সে ভুল ছিল । কারো অহংকারই তার নিজের মূল্যবোধ । অন্যদের অবমূল্যায়ন করে নিজের সম্পর্কে অতিরঞ্জিত প্রশংসা করা অহংকার ।
অহংকার করে কেউ কখনো বড় হতে পারে না । সমাজে অহংকারী ব্যক্তিকে কেউ পছন্দ করে না । অহংকার থেকেই হিংসা, ক্রোধ, বিদ্বেষ ও শত্রুতার জন্ম । যা মানুষকে ধ্বংস করে দেয় । কারো ধন ,সম্পদ ,ঐশ্বর্য চিরকাল থাকে না । আজ যারা সমাজে উচ্চবিত্ত আছেন তারা নিচু শ্রেণীর মানুষের ওপর অত্যাচার করে। তাদের যে এই অহংকারী মনোভাব একদিন ধ্বংস করে দিবে । তাই অহংকার থেকে দূরে থাকুন সুন্দর জীবন যাবন করুন ।