সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করার পর পুরো দেশেই ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। পুলিশ না থাকলেও দেশের সড়ক ব্যবস্থা দারুণভাবে পরিচালিত হচ্ছে তরুণদের দ্বারা। ঢাকার প্রধান সড়ক, অলিগলিতে দেখা যাচ্ছে ছাত্ররা যান চলাচল সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করছেন। তাদের জন্য পথচারীদের অনেকে খাবারের ব্যবস্থা করছেন। বিসিবিও তরুণদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থা করে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কাছে আজ বৃহস্পতিবার দেখা গেছে, বিসিবির কর্মচারীরা পিকআপভর্তি কেএফসির ২৫০ প্যাকেট খাবার নিয়ে যাচ্ছেন। স্টেডিয়ামের আশেপাশ, মিরপুর দুই নম্বর, মিরপুর ছয় নম্বর, মিরপুর দশ নম্বর এবং মিরপুর ১১ নম্বরে এই কার্যক্রম চালায় বিসিবি।
গত কয়েকদিনের সহিংসতায় বাংলাদেশের ক্রিকেট কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে সব কিছু ছাপিয়ে সেনা নিরাপত্তায় বুধবার অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল। অনুশীলনের আগে আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করেন তারা। নিহতদের জন্য দোয়া করেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা।