"কাঠগোলাপ" নামটি খুব পরিচিত তাই না ! অনেকে এটাকে চাঁপা ফুল হিসেবে চেনে ।গোলাপের সঙ্গে ফুলটির কোনো সম্পর্ক নেই। তাও অধিকাংশ লোক ফুলটিকে কাঠগোলাপ নামেই চেনে । অঞ্চলভেদে এ ফুল কাঠচাঁপা, গরুড়চাঁপা, গুলাচ, গুলাচিচাঁপা, গোলাইচ, গোলকচাপা, চালতাগোলাপ ইত্যাদি নামে পরিচিত ।
বেশিরভাগ সময় এই গাছের পাতা থাকে না । বর্ষাকালে নতুন বৃষ্টির ছোঁয়া পেয়ে সতেজ হয় । তারপর আস্তে আস্তে সবুজ পাতায় ছেয়ে যায় । কাঠগোলাপ গাছে সারা বছর ফুল ফোটে। তবে গ্রীষ্ম, বর্ষা ও শরৎকালে গাছ ফুলে ফুলে ছেয়ে যায় । এই গাছের ফুল দেখতে বিভিন্ন রংয়ের হয় । সাদা, কোনোটি সাদা পাপড়ির ওপর হলুদ দাগ, আবার কোনোটি লালচে গোলাপি , খয়েরী রঙের ও হয়ে থাকে ।
গাছ প্রেমীদের কাছে এই গাছের ছোট্ট একটি ফুল এক অন্যরকম জায়গা করে নিয়েছে । কাঠ গোলাপ, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি ফুলের নাম। শুধু যেন একটা ফুল নয় একগুচ্ছ অনুভূতির উপমা । এই গাছের ডাল ভেঙে নিয়ে এসে মাটিতে লাগালেই হয় । যদিও এই গাছ অনেক বড় হয় আকারে তবুও কেউ চাইলে ছোট গাছ টবে লাগিয়ে রাখতে পারেন ।