শেখ মরিচের মহা পরিকল্পনার গল্প।

Comments · 29 Views

শেখ মরিচের মহা পরিকল্পনার গল্প।

শেখ মরিচের মহা পরিকল্পনা
মনিমালা গ্রামে শেখ মরিচ নামের এক কৃষক বাস করতো। একদিন তিনি সরিষার তেল বিক্রি করতে বের হলেন। মাথায় তেলের পাত্র নিয়ে হেঁটে যাচ্ছে আর কল্পনা করতেছে, "আমি তেলের দাম ভালোই পাবো। আমি যে অর্থ উপার্জন করতে যাচ্ছি তা দিয়ে আমি কি করবো?" তিনি বিস্মিত!
ঠিক তখনই এক পাল ছাগল পাশ দিয়ে গেল। আর তিনি চিন্তা করল, "আমি একটা ছাগল কিনতে পারি। ছাগলের বাচ্চা হবে। ভালো টাকায় ছাগলের বাচ্চা বিক্রি করব। ওই টাকা দিয়ে কি করব?"শেখ মরিচ অবাক।

ঠিক তখনই এক পাল গরুর পাশ দিয়ে গেল।
"ওহ হ্যাঁ, ওই টাকা দিয়ে আমি একটা গরু কিনতে পারি। গরু আমাকে দুধ দেবে।আমি দুধ বিক্রি করব। সেই টাকা দিয়ে একটা মাঠ কিনব।আমি ক্ষেত হালানোর জন্য এক জোড়া বলদও কিনব।আমি তখন ফসল ফলাবো এবং একটি মেয়েকে বিয়ে করব।"

শেখ মরিচ হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখতে থাকেন। দুর্ভাগ্যবশত, তিনি রাস্তার উপর দাঁড়িয়ে ষাঁড়টিকে দেখতে পাননি। ষাড়টি শেখ মরিচ কে মাটিতে ফেলে দেন আর তেলের পাত্র ভেঙ্গে মাটিতে পড়ে যায় ।
শেখ মরিচ ষাঁড়কে অভিশাপ দিতে থাকে ।
"তুমি বোকা পশু। তুমি আমার জীবন নষ্ট করেছ! আমি আমার তেল হারিয়ে ফেলেছি। আমি ছাগল হারিয়েছি। আমি গরু হারিয়েছি ।আমি আমার ক্ষেত এবং আমার বলদ হারিয়েছি। আমি সব হারিয়েছি!!!!!!!!!

Comments
Read more