ট্রাফিক সামলানো শিক্ষার্থীদের খাওয়ালো বিসিবি

Comments · 28 Views

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর রাজধানীসহ সারা দেশের সব থানা পুলিশশূন্য হয়ে পড়েছ?

সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করার পর পুরো দেশেই ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। পুলিশ না থাকলেও দেশের সড়ক ব্যবস্থা দারুণভাবে পরিচালিত হচ্ছে তরুণদের দ্বারা। ঢাকার প্রধান সড়ক, অলিগলিতে দেখা যাচ্ছে ছাত্ররা যান চলাচল সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করছেন। তাদের জন্য পথচারীদের অনেকে খাবারের ব্যবস্থা করছেন। বিসিবিও তরুণদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থা করে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কাছে আজ বৃহস্পতিবার দেখা গেছে, বিসিবির কর্মচারীরা পিকআপভর্তি কেএফসির ২৫০ প্যাকেট খাবার নিয়ে যাচ্ছেন। স্টেডিয়ামের আশেপাশ, মিরপুর দুই নম্বর, মিরপুর ছয় নম্বর, মিরপুর দশ নম্বর এবং মিরপুর ১১ নম্বরে এই কার্যক্রম চালায় বিসিবি।

পিকআপে করে খাবার বিতরণ করেছে বিসিবি। পিকআপে করে খাবার বিতরণ করেছে বিসিবি।গত কয়েকদিনের সহিংসতায় বাংলাদেশের ক্রিকেট কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে সব কিছু ছাপিয়ে সেনা নিরাপত্তায় বুধবার অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল। অনুশীলনের আগে আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করেন তারা। নিহতদের জন্য দোয়া করেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। 

প্রসঙ্গত, পাকিস্তান ‘এ’দলের সিরিজে অংশ নিতে গত ৬ আগস্ট দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু যথাসময়ে টিকিট না পাওয়ায় যেতে পারেননি। নতুন সূচি অনুযায়ী আগামী ১০ আগস্ট দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। ১৩ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২০ আগস্ট। ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ ও ৩০ আগস্ট।

 
Comments
Read more