শুধু প্রস্তাবের কথাই গোপন করেননি। তদন্তেও অসহযোগিতা করেছেন। ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া বিভিন্ন বার্তা মুছে ফেলেছেন। এই অভিযোগের প্রেক্ষি
তে জবাব দিতে জয়াবিক্রমাকে ১৪ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
Watch
Events
Blog
Market
Pages
More
লঙ্কা প্রিমিয়ার লিগ ও আন্তর্জাতিক ক্রিকেটে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন শ্রীলঙ্কার বামহাতি স্পিনার প্রব?
শুধু প্রস্তাবের কথাই গোপন করেননি। তদন্তেও অসহযোগিতা করেছেন। ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া বিভিন্ন বার্তা মুছে ফেলেছেন। এই অভিযোগের প্রেক্ষি
টেস্ট দিয়ে জয়াবিক্রমার আন্তর্জাতিক অভিষেক ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে। এখন পর্যন্ত ৫টি টেস্ট, সমসংখ্যক ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন ২০২২ সালে। লঙ্কা প্রিমিয়ার লিগে যে আসরে (২০২১) নিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সেবার জাফনা কিংসের হয়ে খেলেছেন। ওই আসরে জাফনা ঘরে তোলে দ্বিতীয় শিরোপা। যদিও সেবার দলের হয়ে মাত্র একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন তিনি। নিয়েছেন দুটি উইকেট। এই বছর জয়াবিক্রমা খেলেছেন ডাম্বুলা সিক্সার্সে।
তে জবাব দিতে জয়াবিক্রমাকে ১৪ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
67 Blog posts
You are about to purchase the items, do you want to proceed?