গুনাহ বা পাপ ইসলামি ধর্মশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শব্দ। আল্লাহ্র নির্দেশের পরিপন্থী হয় এমন সকল কাজকেই মুসলিমরা গুনাহ হিসেবে বিবেচনা করে এবং ধর্মীয় আইন লঙ্ঘন করাকে অধার্মিকতা হিসেবে বিবেচনা করা হয়।[১] গুনাহ হল এমন সকল কাজ যেগুলো থেকে বিরত থাকার জন্য ইসলাম শিক্ষা দেয়। বিশ্বাস করা হয় কিয়ামতের দিন আল্লাহ্ প্রতিটি মানুষের ভালো ও মন্দ কাজ গুলোকে পরিমাপ করবেন এবং যাদের মন্দ কাজের পরিমাণ ভালো কাজের তুলনায় বেশি হবে তাদেরকে শাস্তি প্রদান করবেন। ঐ ব্যক্তি পরকালে جهنم জাহান্নামের আগুনে দগ্ধ হবে বলে বিশ্বাস করা হয়।
Rubel Hasan
29 Blog posts