এমন মানব জনম

এমন মানব জনম আর কি হবে
মন যা করো তরায় করো এ ভবে

কত ভাগ্যের ফলে না জানি

পেয়েছ এই মানব তরণী,

 

কত ভাগ্যের ফলে না জানি মনরে

পেয়েছ এই মানব তরণী,

 

বেয়ে যাও ত্বরায় তরী

সুধারায় যেন ভরা না ডোবে,

 

বেয়ে যাও ত্বরায় তরী

সুধারায় যেন ভরা না ডোবে,

মন যা করো ত্বরায় করো এই ভবে। 

 

এমন মানব জনম আর কি হবে

মন যা কর ত্বরায় কর এই ভবে,

এমন মানব জনম আর কি হবে

মন যা কর ত্বরায় কর এই ভবে। 

 

অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই

শুনি মানবের উত্তম কিছুই নাই,

 

অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই

শুনি মানবের উত্তম কিছুই নাই,

দেব দেবতাগণ করেন আরাধন

জন্ম নিতে মানবে,

 

দেব দেবতাগণ করেন আরাধন

জন্ম নিতে মানবে,

মন যা করো ত্বরায় করো এই ভবে। 

 

এমন মানব জনম আর কি হবে

মন যা কর ত্বরায় কর এই ভবে,

 

এমন মানব জনম আর কি হবে

মন যা কর ত্বরায় কর এই ভবে। 

 

এই মানুষে হবে মাধুর্য্য ভজন

তাইতে মানবরূপ গঠলো নিরঞ্জন,

 

এই মানুষে হবে মাধুর্য্য ভজন

তাইতে মানবরূপ গঠলো নিরঞ্জন,

 

এবার ঠকলে আর না দেখি কিনার

অধীন লালন তাই ভাবে,

 

এবার ঠকলে আর না দেখি কিনার

অধীন লালন তাই ভাবে,

মন যা করো ত্বরায় করো এই ভবে। 

 

এমন মানব জনম আর কি হবে

মন যা কর ত্বরায় কর এই ভবে,

এমন মানব জনম আর কি হবে

মন যা কর ত্বরায় কর এই ভবে।


Kumar Dulon Hajong

24 Blog posts

Comments