২০২৪ সালের ১৭ জুলাই

২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর গুলি ও বোমাবর্ষণে নেতৃত্ব দ??

২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর গুলি ও বোমাবর্ষণে নেতৃত্ব দিয়েছিল র‍যাবের মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস ও ডিএমপির যুগ্ন কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

র‍্যাবের মুখপাত্রের নেতৃত্বে ঢাবি শিক্ষার্থীদের জানাযার ওপরেও নৃশংস হামলা চালানো হয়েছিল। এই চিহ্নিত আওয়ামী দালাল লে. কর্নেল মুনীম ফেরদৌস স্বাধীন বাংলাদেশে এখনো কিভাবে র‍্যাবের মুখপাত্রের মতো একটি সংবেদনশীল পদে বহাল থাকে?

এমনকী এই মুনিম ফেরদৌসের মতো হিন্দুত্ববাদী জানোয়ারদের হামলার কারণে সেদিন ঢাবি শিক্ষার্থীরা জানাযাও আদায় করতে পারেনি! যদিও হামলা চালিয়ে জানাযা ভন্ডুল করে দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে র‍্যাব মুখপাত্র পুরো দায়ভার তৎকালীন ঢাবি প্রশাসনের ওপর তুলে দিয়েছিল। কিন্তু এই অমানুষের বাচ্চারা কোন সাহসে, কোন মতলবে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা করেছিল সেদিন?


Rubel Khan

44 博客 帖子

注释