ড. ইউনূস সরকার এর আমলে....

ড. ইউনূসের সরকারকে বিচার ও সংস্কার কাজে পরিপূর্ণ সহায়তা করা বিএনপির দায়িত্ব। এতে সময় লাগলেও তা দলটির ক্ষমতায় ?

ড. ইউনূসের সরকারকে বিচার ও সংস্কার কাজে পরিপূর্ণ সহায়তা করা বিএনপির দায়িত্ব। এতে সময় লাগলেও তা দলটির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নিশ্চিত করবে।

বিএনপি যে ভুল করে তাহলে ওয়ান ইলেভেন ২.০ সামনে আসবে এবং তারা ক্ষমতায় আসতে পারবে না। বরং আওয়ামী লীগের লোকদের নিয়েই নতুন করে ক্ষমতা কুক্ষিগত হবে।

বিশেষ করে জিয়া পরিবারকে মনে রাখতে হবে যে, বিএনপির এক বড় অংশ গত ১৬ বছর আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করেছে। তাদের বুদ্ধিতে বিএনপি যদি ভুল করে তাহলে আমছালা সবই হারাতে হবে।

এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো ফ্যাসিবাদের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন।

বিএনপিকে বুঝতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে জনগণের দাবিকে সমর্থন করার মধ্যেই তাদের লাইফ লাইন। লীগ নিষিদ্ধ হলে বিএনপি রাজনীতি থেকে মাইনাস হবে না। আর লীগ যদি রাজনীতি করার সুযোগ পায় তাহলে লীগ ও নতুন শক্তি মিলে ফের ক্ষমতায় যাবে, মাঝখানে বিএনপি মাইনাস হয়ে যাবে। আমার এ কথা শুনতে অনেকেরই ভালো লাগবে না। কারণ সবাই ভাবছে আজ ভোট হলে কালই বিএনপি ক্ষমতায় চলে আসবে। কিন্তু খেয়াল করে দেখেন গত এক মাসেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি। কেন পারেননি তার খোঁজ নিন। তাহলে বুঝবেন এখনো পাশা উল্টে যেতে পারে। খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে ও তারেক রহমান ফিরতে না দিয়ে রাজনীতিতে অনেক খেলাই হতে পারে।


Rubel Khan

44 Blog posts

Comments