জুলায়পর ২৩ তারিখ....

জুলাই মাসের ২৩ তারিখের পর যখন আন্দোলন একটু স্তিমিত হয়ে গিয়েছিল তখন পুরো ঢাকা শহরজুড়ে ব্যাপক চিরুনি অভিযান শু??

জুলাই মাসের ২৩ তারিখের পর যখন আন্দোলন একটু স্তিমিত হয়ে গিয়েছিল তখন পুরো ঢাকা শহরজুড়ে ব্যাপক চিরুনি অভিযান শুরু করেছিল আওয়ামী স্বৈরাচার বাহিনী। রাজধানীর যে এলাকাগুলোতে ব্যাপক আন্দোলন হয়েছিল সেই এলাকাগুলোর বাড়ি বাড়ি গিয়ে সব শিক্ষার্থী ও বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের তুলে নিয়ে আসা হচ্ছিল। এসময় যাদের ফোনে আন্দোলনের ছবি/ভিডিও পাওয়া যাচ্ছিল তাদের ব্যাপক টর্চার করা হয়েছিল। এছাড়াও রাস্তাঘাটেও বিভিন্ন জনের ফোন সার্চ করে আন্দোলনের ছবি/ভিডিও পাওয়া গেলে তুলে নেওয়া হয়েছিল।

এসব বলার কারণ হলো, সেসময় জুলাই ম্যাসাকারের অনেক ছবি/ভিডিও রেকর্ড অনেকেই মুছে ফেলতে বাধ্য হয়েছিলেন। সেই রেকর্ডগুলো এখন বিচারের জন্য খুব বেশি প্রয়োজন। এই সমস্ত ডকুমেন্টগুলো খুব খুব বেশি গুরুত্বপূর্ণ গণহত্যাকারীদের বিচারের জন্য। যারা যারা ফোন থেকে কিংবা আপনার ব্যক্তিগত ডিভাইস থেকে সেই সমস্ত প্রমাণাদি মুছে ফেলেছিলেন তারা ঐ সমস্ত ডকুমেন্টগুলো ফিরিয়ে আনার চেষ্টা করে দেখতে পারেন। প্রয়োজনে আইটি বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারেন। আর যারা ফিরিয়ে আনতে পারেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন....


Rubel Khan

44 Blog posts

Comments