এমন কোনো ওয়েবসাইট কি আছে যেখানে আমি ব্লগ লিখে আয় করতে পারি সহজে?

আর্টিকল লেখাটা অনেকের কাছেই অপছন্দের কাজ। তবে এ কথা সত্য, ফ্রিল্যান্সিং পেশায় যারা দ্রুত প্রতিষ্ঠা পেতে চান, ?

আপনি ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, যে বিষয়েই অভিজ্ঞ হন না কেন, তা নিয়ে লিখুন, দেখবেন দ্রুত আপনার পরিচিতি বাড়বে। লেখার মাধ্যমে আপনার জানার পরিধি কতটুকু, তা অন্যের সামনে তুলে ধরতে পারেন। আর এভাবে নিজেকে উপস্থাপন করা যায় সহজে। আবার এমনও অনেকে আছেন, যারা লিখতে খুব পছন্দ করেন, লেখালেখি করেই ফ্রিল্যান্সিংয়ে প্রতিষ্ঠিত হতে চান। অনেকে হয়তো আয়ও করছেন আর্টিকল লিখে। কিন্তু উপযুক্ত পারিশ্রমিক পান না। কারণ, আপনার শ্রম সঠিক জায়গায় দিচ্ছেন না। ওয়েবসাইট অনেকগুলোই আছে, এর মধ্যে এখানে বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার দেয়া হয়েছে, যেগুলোতে আর্টিকল লিখে ভালো আয় করা যায়। অনেক সময় দেখা যায়, অন্য সাইটগুলোতে কাজ করে দ্রুত পেমেন্ট পাওয়া যায় না, ক্যুইক ক্যাশ করা যায় না। কিন্তু এই সাইটগুলোতে এসব সমস্যায় পড়বেন না। এই সাইটগুলোতে ফিক্সড রেটের কাজও পাওয়া যায় প্রতিটি আর্টিকলের জন্য। এগুলোর বেশিভাগই ৫০ ডলারের বেশি দেয়। কেউ কেউ আবার ৯০০ ডলার পর্যন্ত দিচ্ছে। ভাবছেন এক আর্টিকলে এত টাকা? হতেই পারে। যদি তা ব্লগ সাইট না হয়ে কর্পোরেট আর্টিকল হয়, তবে অবশ্যই লেখাটা মানসম্মত হতে হবে। সে ওয়েবসাইট যদি তা গ্রহণ করে, তাহলে আশা করতে পারেন আর্টিকল গ্রহণ হওয়ার প্রথম সপ্তাহের মধ্যেই পেমেন্ট পেয়ে যাবেন।


Md Ashaduzzaman

67 Blog posts

Comments