মানুষের গু*প্ত ক্যা*ন্সা*র কি???
হযরত নুহ (আঃ) একবার একটি কালো কু*ৎ*সিত কু*কু*রকে দেখতে পেয়ে ঘৃ*র্ণায় মুখ ফিরায়ে নিলেন। সাথে সাথে আল্লাহর নির্দেশে কু*কু*রটির জবান খুলে গেলো।
মানুষের মতই সে বলে উঠলোঃ হে নুহ, তুমি আমার কু*ৎ*সিত আকৃতি দেখে ঘৃ*র্ণায় মুখ ফিরিয়ে নিলে। কিন্তু তুমি কি জানো না, যে আল্লাহই আমাকে এ আকৃতি দিয়াছেন?
মনে রেখো এ সৃষ্টির পিছনে যদি আমার সামান্যতম দ*খ*ল থাকত, তবে কিছুতেই আমি এ আকৃতি মেনে নিতাম না। বরং কু*কু*র হওয়াটাই পছন্দ করতাম না।
কু*কু*রের মুখে এ কথা শুনে নুহ (আঃ)- এর অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো। অনু*শো*চনায় তিনি অস্থির হয়ে পড়লেন। এমন কি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন!! ( সুত্র: নুজহাতুল মাজালিস)
তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, হে প্রভু! আমাকে মাফ করে দাও। না বুঝে তোমার সৃষ্টিকে নিয়ে ঠা*ট্টা করেছি।
সেই অপ*রা*ধের অনু*শো*চনা করে আবদুল গাফফার দীর্ঘ দশ বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তিনি এত বেশি কাঁদতেন যে, চোখের পানি পড়ে পড়ে তাঁর চিবুকের নিচে দা,গ পড়ে গিয়েছিল। লোকজন এই অবস্থা দেখে তাঁকে নূহ ডাকতে শুরু করে। আরবি ভাষায় ‘নূহ’ অর্থ যে ক্রন্দন করে।
একবার ভাবুন সামান্য একটি কু*কু*র সম্পর্কে কোন মন্তব্য করার কোন সুযোগ নাই সেখানে সৃষ্টির সেরা মানুষ তথা আশরাফুল মাখলুকাত বনী আদম তাকে আমরা কি ভাবে সমালোচনা করি, আমরা নিজের দো*ষ দেখিনা পরের দো*ষ দেখি, এটা ও একটা গু*প্ত ক্যা*ন্সা*র!!
আমরা একে অন্য কে দেখে বলতে থাকি,, ওমুক কালো,তমুক খাটো,,মোটা,,চিকন, হাত ছোট,নাক বোচা,মুখ বড়, শুধু ফর্সা চেহারা ভালো না,,,আরও অনেক কিছু এইসব বলা বন্ধ করূন৷
আল্লাহ আমাদের হে,ফা,যত করুন (আমিন)
??✨