রবের কাছে কি চাও..??

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎
"আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আল্লাহর কাছেই ফিরে যাবো"।

রবের কাছে কি চাও..??

 

"একদিন রাতে তাহাজ্জুদ পরে খুব কান্নাকাটি করে ক্ষমা চাইবো..!!

পরের দিন রোজা রাখবো__সেদিন বাহিরে রিমঝিম বৃষ্টি পড়বে,,!!

বৃষ্টির ফোঁটা হাতে নিয়ে আমি প্রার্থনা করবো প্রিয় প্রভুর সাক্ষাতের জন্য,,,,,!!!

 

__সেদিন প্রতিটি ওয়াক্তে খুব সুন্দর করে নামায পড়বো মনোযোগ ও ইখলাসের সাথে..!!

তারপর যখন আসরের ওয়াক্ত হবে আমি সুন্দর করে ওজু করবো...নামায পড়বো এবং শেষ সিজদায় মালাকুল মাউত এসে বলবে__

 

হে প্রশান্ত আত্মা! 

তুমি ফিরে এসো তোমার রবের কাছে সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।

 

অতঃপর শামিল হয়ে যাও আমার প্রিয় নেককার বান্দাদের দলে। আর দাখিল হয়ে যাও আমার জান্নাতে।

 

[সুরাঃ আল ফাজর

আয়াতঃ২৭_৩০]

 

__একটা উত্তম মৃত্যু!!

রবের জান্নাতে বসে ইফতার, নবিজি(স.) এর হাতে পানি খেয়ে রোজা ভঙ্গ করা- এই তো আর কি চাই!!


Bonolota

106 Blog posts

Comments