প্রতিটি কষ্টের উপকার রয়েছে।

এটি দুনিয়া জান্নাত নয় যে মানুষের সকল ইচ্ছা এখানে পূরণ হয়ে যাবে।☺️

~~ প্রতিটি কষ্টে তিনটি উপকার ~~

 

ইবনে আব্বাস (রা) বলেন— প্রতিটি 'নিকমাহ'-তে তিনটি নিয়ামাহ রয়েছে। প্রতিটি কষ্টে তিনটি করে উপকার রয়েছে। 

 

প্রথমটি হলো— কষ্টটা আরও খারাপ হতে পারতো। 

 

দ্বিতীয়টি হলো— ক্ষতিটা আপনার পার্থিব বিষয়ে; দ্বীনের ক্ষেত্রে নয়। যেমন যদি টাকা হারান, বিপদটা টাকার উপর দিয়ে গেল। কিন্তু, যদি দ্বীন হারিয়ে ফেলেন তাহলে তো সবকিছু হারিয়ে ফেললেন। তাহলে এটা একটা নেয়ামত। রাসূলুল্লাহ ﷺ আল্লাহর নিকট দুআ করতেন,

 

لاَ تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا 

 

আমাদেরকে দ্বীনের ক্ষেত্রে মুসিবত দিবেন না।" [সুনান আত-তিরমিজী : ৩৫০২] 

 

যদি ব্যাপারটা নিয়ে চিন্তা করেন, দুআটার কথাগুলোর দিকে লক্ষ্য করেছেন? তিনি বলেননি, "লা তুসিবনা ইয়া আল্লাহ- হে আল্লাহ! আমাদেরকে কোনো বিপদ দিবেন না, " তিনি বলেছেন, “আমাদেরকে দ্বীনের ক্ষেত্রে মুসিবত দিবেন না।” আমরা পরীক্ষায় পড়বো সেটা জানি। কারণ, দুনিয়ার প্রকৃতিই এটা। 

 

আপনারা পরীক্ষার সম্মুখীন হবেন। কিন্তু, দ্বীনকে পরীক্ষার উপকরণ বানাবেন না। দুনিয়াকে বানান। তখন এটা নিজেই একটা নেয়ামত। যদি চাকরি হারিয়ে ফেলেন আলহামদুলিল্লাহ্, আমি আমার নামাজ মিস করিনি। আলহামদুলিল্লাহ্, আমি আমার ঈমান হারিয়ে ফেলিনি। 

 

আলহামদুলিল্লাহ্, আমার অজু আছে এবং নামাজ পড়ায় জায়গা আছে। কারণ, চাকরি আসে চাকরি যায়। কিন্তু, দ্বীন—যদি এটি হারিয়ে যায় আল্লাহ ভালো জানেন কোনোদিন ফিরে পাবেন কিনা। 

 

আর শেষ নিয়ামতটি হলো—বিপদটা এই দুনিয়াতে; পরকালে নয়। 

 

যতক্ষণ বিপদটা এই দুনিয়ার, এটা নেয়ামত। কারণ, আসল বিপদ পরকালের বিপদ। 

 

সুতরাং, যদি এভাবে তাকিয়ে দেখেন তবে বুঝতে পারবেন আমরা আল্লাহর আশীর্বাদে আছি। আল্লাহর শপথ! আমাদের মাঝে বহু মানুষ আশীর্বাদে আছে। অন্য অনেকের চেয়ে কারো কারো ক্ষেত্রে বাহিরের দিক থেকে ব্যাপারটা বেশি বুঝা যায়। কিন্তু, সমগ্র উম্মাহ আশীর্বাদে আছে। আল্লাহর শপথ! ফিলিস্তিন, কাশ্মীর, চেচনিয়া সর্বত্র। আমরা সবাই নেয়ামতের মধ্যে আছি, আপনাকে এটা অন্তরচক্ষু দিয়ে দেখতে হবে। আপনাকে এটা দেখতে পারতে হবে। কারণ, আল্লাহ আমাদের সাথে আছেন। কাফেরদের কোনো প্রভু নেই। আমাদের আছে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা।

 

 যতক্ষণ আল্লাহ আপনার সাথে আছেন, তারা কোনো কিছুই আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। যত কিছু আপনি আকাঙ্ক্ষা করেন আল্লাহ তার সবই আপনাকে দিতে পারবেন। তাই, আল্লাহ যদি আপনার পক্ষে থাকেন তাহলে যা কিছু কামনা করেন তার সবই আপনার আছে। কিন্তু আল্লাহ যদি আপনার সাথে না থাকেন, তাহলে যতকিছুই আপনি কামনা করেন না কেন, কোনো কিছুই আপনাকে সুখী করবে না। কোনো কিছুই না। সবকিছু দিনশেষে শুধু দুর্দশাই নিয়ে আসবে। 

 

— হামজা ইউসুফ


Bonolota

106 Blog posts

Comments