Gen Z বলতে আসলে কি বোঝায়?

অনেকেই তো Gen Z , Gen Z বলে পোস্ট দিচ্ছে চারিদিকে। কিন্তু এই Gen Z টা কি ?
আসুন জেনে নেই এই জেনারেশন সমাচার।

? 1997 থেকে 2012— সময় পর্যন্ত জন্মগ্রহণকারী জেনারেশন বা প্রজন্মকেই বলা হয় Gen Z !

আচ্ছা আমরা অনেকেই না হয় Gen Z কিন্তু 1997 এর আগের বা 2012 এর পরের যারা তারা তাহলে কোন জেনারেশনের? এটাও সংক্ষিপ্ত আকারে জানাচ্ছি নিচে,?

  1. 1883 থেকে 1900 - এই জেনারেশনকে বলা হয় 'Lost Generation.'
  2. 1901 থেকে 1927 - এই জেনারেশনকে বলা হয় 'Greatest Generation.'
  3. 1928 থেকে 1945 - এই জেনারেশনকে বলা হয় 'Silent Generation.'
  4. 1946 থেকে 1964 - এই জেনারেশনকে বলা হয় 'Baby Boomers.'
  5. 1965 থেকে 1980 - এই জেনারেশন কে বলা হয় 'generation X' সংক্ষেপে 'Gen X'
  6. 1981 থেকে 1996 - এই জেনারেশনকে বলা হয় 'Millennials' (Gen Y)
  7. 1997 থেকে 2012 - এই জেনারেশনকে বলা হয় (Gen Z) 'Zoomers'
  8. 2013 থেকে 2025 - এই জেনারেশনকে বলা হয় Gen Alpha.

Md Ashaduzzaman

67 Blog posts

Comments