মুমিন ব্যক্তিকে আখেরাতে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে এবং আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জন করতে হলে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহ মানুষকে আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনে অন্তরায় সৃষ্টি এবং পরকালীন জীবনকে বিপর্যস্ত করে তোলে।
কবিরা গুনাহ করলে তওবা ছাড়া মাফ হয় না। তাই মুমিন ব্যক্তির উচিত অনিচ্ছাবশত বা ইচ্ছাবশত শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হলে সঙ্গে সঙ্গে মহান আল্লাহর কাছে তওবা করা। কৃত গুনাহের জন্য অনুতপ্ত ও লজ্জিত হওয়া। কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকলে ছগিরা গুনাহগুলো নেক আমলের দ্বারা আল্লাহতায়ালা মাফ করে দেন। আল্লাহতায়ালা বলেন, ‘যদি তোমরা নিষিদ্ধ কবিরা গুনাহগুলো থেকে দূরে থাক, তাহলে আমি তোমাদের অন্যসব গুনাহ ও অপরাধ ক্ষমা করে দেব (সূরা নিসা : ৪:৩১)। ’
কবিরা গুনাহ এমন সব গুনাহকে বলে, যার জন্য শাস্তির হুমকি দেওয়া হয়েছে এবং তওবা না করলে জাহান্নামের শাস্তি অবধারিত। সুতরাং এ বিষয়ে খামখেয়ালি করার কোনো সুযোগ নেই। ছগিরা গুনাহ বারবার করলেও কবিরা গুনাহ হয়ে যায় আবার স্থান বা ব্যক্তি হিসেবেও কবিরা গুনাহ হয়ে যায়। যেমন- কোনো আলেম যদি ছগিরা গুনাহ করে তা কবিরা গুনাহ হয়ে যায়। আবার পবিত্র স্থানসমূহ যেমন মক্কা শরিফ, মদিনা, হারাম শরিফে ছগিরা গুনাহ করলেও তা কবিরা গুনাহ হয়ে যায়। কোনো কোনো আলেমের মতে, কবিরা গুনাহ একটি আপেক্ষিক গুনাহ। তুলনামূলক ছোট গুনাহ থেকে জঘন্য গুনাহকে কবিরা গুনাহ বলা হয়। তার চেয়ে জঘন্য গুনাহ যেটি তা আরও বড় কবিরা গুনাহ। হাদিস শরিফে কবিরা গুনাহের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। তবে এর কিছু দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে।
সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা। আরও অন্য কবিরা গুনাহ যেমন- মাতা-পিতার সঙ্গে নাফরমানি করা, নামাজ ছেড়ে দেওয়া, মদপান করা, যেনা-ব্যভিচার করা, বেপর্দা হওয়া, হত্যা করা, পরস্ত্রী হরণ করা, পরের সম্পদ হরণ করা, গিবত করা, মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, অহঙ্কার, যুদ্ধ ময়দান থেকে পলায়ন, সুদ খাওয়া, ঘুষ নেওয়া, গালিগালাজ করা, মানুষের মনে কষ্ট দেওয়া, জাদু করা, গণকের কথা বিশ্বাস করা, আত্মীয়ের মিরাছ হরণ করা, আÍীয়তার সম্পর্ক ছিন্ন করা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, হক্কানি আলিম, অলি-আউলিয়াদের অসম্মান করা, ওজনে কম দেওয়া, চুগলখোরি করা, প্রতারণা করা, অপব্যয় করা ইত্যাদি। এসব গুনাহের কাজ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে।
আল্লাহতায়ালা আমাদের সবাইকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আমিন।
Adeel Hossain 13 w
Amin