আসলে বলতে গেলে এটাই বুঝা যায়। বা এটাই hosse আমাদের এই সেক্যুলার সমাজে। বিপদে পরলে ই আল্লাহ আর বিপদ কেটে গেলেই গাইরুল্লাহ। গাইরুল্লাহ বিশ্বাস আমাদের মধ্যে এমন ভাবে বসে গেছে যেটাকে আর কখনো বের করা যাবে না বা যাচ্ছে না। যেমন করোনা কালীন সময়ে যখন একটা বিপদের মধ্য দিয়ে আমরা চলতে ছিলাম। তখন আমাদের মধ্যে ঈমানের ধাপ অনেকটাই বেড়ে গিয়েছিল। কষ্ট করে হলেও মসজিদে যেয়ে না পড়তে পারলেও অনেক কষ্টে নামাজ পড়তাম। কিন্তু যখন দেখতেছি যে আমাদের এই বিপদটা কেটে গেল তখন আমরা আবার আল্লাহকে ভুলে যেয়ে গাইরুল্লাহর গোলামী করা শুরু করে দিলাম। এভাবেই চলতে সে আমাদের জীবন। রহস্য ময় জীবন টাকে আমরা ও বুঝতে পারতে ছি না। অবাক পানে মাঝেমধ্যে আমি আকাশের দিকে চেয়ে থাকি। হাই এই সুন্দর আসমান আল্লাহতালা বানাইছেন। খুটি বিহীন আল্লাহতালা এই জমিনকে ঝুলিয়ে রাখছেন আসমানকে এরকম চলে রাখছেন। যিনি আমাকে বানাইলেন তিনি হয়তোবা আমাকে দুনিয়াতে কি জন্য পাঠাইলেন। কি জন্যই বা তেনার পক্ষ থেকে মনোনীত এক ধর্ম ইসলামের মধ্যে আমাকে প্রেরণ করলেন। ?? দুনিয়ার এই অস্থায়ী জায়গাতে আমরা এক নেতার জন্য বা কেউ আমাকে ৫০০ টাকা দিলে আমি তার পেছনে সারাদিন ঘুরতেই থাকি ঘুরতেই থাকি। সারাটা দিন আল্লাহকে ভুলে যেয়ে তার গোলামি করতেই থাকি। এটা আমরা একটা বিনিময়ের কারণেই করি। সেই একই রকমের বিনিময় আল্লাহতালা আমাদেরকে দিবেন তিনি নিজেই কুরআনে বলেছেন হে বান্দা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমরা আমার হুকুম মান। আমি তোমাদেরকে এমন একটা জান্নাত দেবো যেটা এ দুনিয়ার সমান দশটা দুনিয়ার সমান জান্নাত। তো ৫০০ টাকার মূল্য বেশি নাকি 10 দুনিয়া সমান জান্নাতের মূল্য বেশি। আমারও তো হয়তো এগুলো বুঝে আসেনা আপনাদের জানিনা কেমন করে বুঝে আসে। সব সময় একটা জিনিস মনে রাখা উচিত যে আল্লাহ তাআলার ক্ষমতার কাছে আল্লাহ তাআলার বুদ্ধির কাছে আল্লাহ তাআলার শক্তির কাছে দুনিয়ার কোন নেতা দুনিয়ার কোন এমপি-মন্ত্রী কিসুই না। আজকে দুনিয়াকে এমন ভাবে মাতিয়ে রাখছি আমরা।
দেখেন যে দুনিয়া আমাকে যা দিছে এর চাইতে ডাবলের ডাবল আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আল্লাহ...