হযরত মোহাম্মদ (সাঃ) বিড়াল ভালোবাসতেন তাই আমরা বিড়াল ভালোবাসবো?

Comments · 18 Views

হযরত মোহাম্মদ (সাঃ) বিড়ালের নাম ছিলো
মুয়েজ্জা,তিনি মুয়েজ্জা অনেক আদর করতেন

ছয়টি কারনে আপনার বিড়াল পালন করা উচিত?

১.ইসলামে বিড়াল সম্পর্কে তথ্য :নবী বিড়াল পছন্দ করতেন ভালোবাসতেন,বিড়াল পবিত্র প্রানি তাই ঘরে এবং মসজিদে বিড়াল দেখা যায়।

২.বিড়ালের প্রতি ভালোবাসা ইসলাম বিশ্বাস করার একটা লক্ষন।

৩.হযরত মোহাম্মদ (সাঃ) আবু হুরাইরাকে বিড়ালের পিতা বলে ডাকতেন।কারন তিনি বিড়াল পালতেন এবং ভালোবাসতেন?,

৪.একজন মহিলা জাহান্নামে প্রবেশ করে ছিলো কারন সে বিড়াল বেধে রেখে ছিলো তাকে খাওয়ায়নি,, বেধে রাখার কারনে বিড়ালটি বাহিরের খাবার ও খেতে পারেনি। তাই বিড়ালকে ভালোবাসুন আপনার আসে পাশে বিড়াল আসলে টাকা মারবেন না।

 

৫.বিড়াল খাবারে মুখ দিলে তা নষ্ট হয় না,তাই বিড়াল পালার ও তেমন ভয় নেই,শুধু খেয়াল রাখতে হবে বিড়াল অসুস্থ হলে তাকে চিকিৎসা করতে হবে বিড়ালের ও ভাইরাস আক্রান্ত রোগ হয়।

৬.যে ঘরে বিড়াল আছে সে ঘরে খারাপ আত্মা বা জিন আসতে পারে না,,বিড়াল তার আগেই খারাপ আত্মা বা জিনের সাথে যুদ্ধ করে।

হযরত মোহাম্মদ (সাঃ)বলেন আল্লাহ তা'আলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেয়,,যে আমার হাদিস শুনে এবং অন্যের কাছে পৌছে দেয়??

Comments
Read more