লোকাল এসইও কি?

আজকে আমরা জানবো
<< লোকাল এসইও কি? >>
চলুন জেনে নেওয়া যাক...!

লোকাল এসইও কি?

সার্চ করার মাধ্যমে আপনার ওয়েবসাইট বা বিজনেস লোকেশন খুঁজে বের করাকে বলা হয় লোকাল সার্চ করার মাধ্যমে আপনার ওয়েবসাইট বা বিজনেস লোকেশন খুঁজে বের করাকে বলা হয় লোকাল সার্চ। মনে করুন আপানর একটি কফিশপ রয়েছে এবং কফিশপের একটি ওয়েবসাইট রয়েছে, আপনার আশেপাশের কেউ একজন সার্চ ইঞ্জিনে “আমার কাছাকাছি কফি শপ” লিখে সার্চ করলো, এর ফলাফল সরূপ আপনার ওয়েবসাইট ওনার সার্চ রেজাল্টে আসবে। লোকাল সার্চ এ আপনার ওয়েবসাইটের বা বিজনেসের দৃশ্যমানতা বৃদ্ধি করার জন্য লোকাল এসইও করা হয়ে থাকে। 

 

আজকের ডিজিটাল বিশ্বে, স্থানীয় ভিজিটরদের আকৃষ্ট করতে লোকাল এসইও এর গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে আপনার বিজনেস ছোট হোক বা বড় লোকাল কাস্টমারদের আকৃষ্ট করতে লোকাল সার্চ এ ভালো করতেই হবে, অন্যথায় আপনি অনেক কাস্টমার থেকে বঞ্চিত হবেন এবং আপনার বিজনেসের ব্র্যান্ড ভ্যালূর গ্রোথ বাধাগ্রস্ত হবে। বর্তমান সময়ে লোকাল সার্চ বা লোকাল এসইও ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সেতু হিসেবে কাজ করে থাকে। বিশেষকরে যেসকল বিজনেস স্থানীয় গ্রাহকদের উপর নির্ভর করে চলে তাদের জন্য লোকাল এসইওতে ভালো করা অনেক গুরুত্বপূর্ণ। 


Md Masom Mia

10 Blog posts

Comments