Facebook Messenger এ PDF বা যেকোনো ফাইল পাঠানোর নিয়ম

Facebook Messenger ডেস্কটপ ভার্সন দিয়ে যে কোনো ফাইল পাঠানো যায় এ কথা প্রায় সবাই জানেন। কিন্তু সমস্যা হল আমরা সব সময় পি

Facebook Messenger এ PDF বা যেকোনো ফাইল পাঠানোর নিয়ম
Facebook Messenger ডেস্কটপ ভার্সন দিয়ে যে কোনো ফাইল পাঠানো যায় এ কথা প্রায় সবাই জানেন। কিন্তু সমস্যা হল আমরা সব সময় পিসির সামনে বসে থাকি না। অনেকে ইমেইলেও প্রবেশ করে না। তবে প্রায় সবাই দিনে অন্তত একবার ফেসবুক মেসেঞ্জারে টুক টুকে আসে।

ধরুন, ওপারের আপনার বন্ধু ফেসবুকে একটি মেসেজ পাঠিয়ে বলল, বন্ধু, ওই পিডিএফ বা ডক ফাইলটি পাঠাও। তারপর হয় আপনাকে মোবাইলে ইমেইল খুলতে হবে অথবা আপনি যদি ফেসবুক থেকে পাঠাতে চান তবে আপনাকে ল্যাপটপ বা ডেস্কটপ চালু করতে হবে।

শুধু একটা ফাইল পাঠাতে গেলে অনেক ঝামেলা মনে হয়। ফেসবুক মেসেঞ্জার এখনো সরাসরি কোনো ফাইল পাঠানোর অপশন দেয়নি। তাহলে বসে থাকার কি দরকার? আপনি যদি এখন থেকে ফেসবুক মেসেঞ্জার দিয়ে কোনো ফাইল পাঠাতে চান তাহলে বাকি পোস্টটি আপনার জন্য :)।

Table of Contents
Facebook Messenger
Facebook Messenger
Facebook Messenger
Facebook Messenger
Facebook Messenger এর মাধ্যমে কাউকে ফাইল পাঠাতে হলে প্রথমে আপনাকে RAR নামে একটি অ্যাপ ইন্সটল করতে হবে। এটি একটি খুব জনপ্রিয় অ্যাপ যা প্রায় 5 কোটি+ বার ইনস্টল করা হয়েছে।

নিজেকে উদারভাবে মেলে জব ভাইভা টিপস

7+ জব ভাইভা শান্ত থাকুন চাকরির ইন্টারভিউ টিপস

হাতের ভঙ্গি ঠিক করুন জব ভাইভা টিপস

ইন্টারভিউয়ার চাকরির ইন্টারভিউ টিপস অনুকরণ করুন

চোখের সাথে কথা বলুন জব ভাইভা টিপস

ছোটখাটো ভুলগুলো ঠিক করুন

চাকরির ইন্টারভিউয়ারের সাথে করমর্দন করুন জব ভাইভা টিপস

এছাড়াও অ্যাপটির প্লেস্টোরে 6.5 মিলিয়ন+ রিভিউ রয়েছে। ইনস্টল হয়ে গেলে, অ্যাপটি খুলুন। অ্যাপটির ইন্টারফেস আপনার ফোনের ফাইল ম্যানেজারের মতোই। তাই সহজেই খুঁজে বের করুন আপনি কোন ফাইল পাঠাতে চান। এটি নীচের চিত্রে দেখানো হয়েছে।

তাই যখন আপনি কাঙ্খিত ফাইলটি পাবেন, এটির পাশে একটি টিক চিহ্ন দিয়ে নির্বাচন করুন। আপনি যদি চান, আপনি একাধিক ফাইল নির্বাচন করতে পারেন এবং একবারে পাঠাতে পারেন।

আপনি এটির মাধ্যমে যেকোনো ধরনের ফাইল পাঠাতে পারেন। ফাইলটি নির্বাচিত হয়ে গেলে, স্ক্রিনের উপরের ডানদিকে তিন বিন্দু আইকনে (⋮) ক্লিক করুন। তারপর যে তালিকাটি আসবে সেখান থেকে send অপশনে ক্লিক করুন। এটি নীচের চিত্রে দেখানো হয়েছে।

এখন আপনি অনেক অ্যাপ আইকন দেখতে পাবেন। যেহেতু আপনি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কাঙ্খিত ফাইল পাঠাতে চান। তাই এখন মেসেঞ্জার নির্বাচন করুন। এটি নীচের চিত্রে দেখানো হয়েছে।

ব্যাস তাই, আপনি যাকে পাঠাতে চান তাকে নির্বাচন করলে ফাইলটি তার কাছে যাবে। আপনি যদি এভাবে সফল হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যাতে আমরা বুঝতে পারি আপনার উপকার হয়েছে কি না। ?

Posted

December 10, 2023
in

News, Tips and tracks
by

Ms Rakhi Khatun

Tags:

Facebook Messenger, facebook messenger download for pc, facebook messenger login, messenger apk, messenger app, messenger download, messenger lite, messenger login without app, open messenger


Monirul Islam

1232 Blog posts

Comments