আপনি কি চুল পড়া নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন?
আর নেই দুশ্চিন্তা আমি আজকে আপনাদেরকে এমন একটি তেল সম্পর্কে পরিচয় করে দিব যে তেলটি দেওয়া মাত্রই দুদিনে পরিবর্তন দেখতে পারবেন চুল পড়া নিমিষেই কমিয়ে দেয় । চুল পড়া কমাতে এই অয়েল ব্যবহারের উপকারিতা :
চুলের গোড়া মজবুত করবে,
আগা ফাটা রোধ করবে এবং মাথা ঠান্ডা রাখবে
চুল পড়া ১০০% বন্ধ করে,
নতুন চুল গজাতে সাহায্য করে,
চুল রাতারাতি লম্বা এবং ঘন করবে,
চুল ঝলমলে ও উজ্জল করে,
চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।
২ মাস নিয়মিত ব্যবহারে নতুন চুল গজায়।
জাফরান হেয়ার গ্রোথ থেরাপি তৈরি হয়েছে জাফরানের নির্জাস সহ আরো ১০টির বেশী অসাধারণ ও দুর্লভ হারবাল উপাদান দিয়ে। এর অনন্য ফর্মুলার কারনে খুব দ্রুত ও সহজেই উপাদেয় উপাদান গুলো চুল ও চুলের গোরায় ঢুকে চুল ও স্ক্যাল্প এর প্রয়োজনীয় পুষ্টি যোগায়। আমাদের চুল মুলত কেরাটিন দিয়ে গঠিত। এটি এমিনো এসিড দিয়ে তৈরি একধরনের প্রোটিন। জাফরান হেয়ার গ্রোথ থেরাপি চুলে পর্যাপ্ত এমিনো এসিড সরবরাহ করে ও ফলিকল উদ্দিপিত করে যা নতুন চুল গজাতে সাহায্য করে। এর ভেষজ উপাদানে আরো আছে আয়রন ও জিংক যা স্ক্যাল্পে অক্সিজেন প্রবাহিত করে আর নতুন টিসু তৈরি করে ও চুল পরে যাওয়া বন্ধ করে চুলকে দ্রুত বাড়তে সহায়তা করে।
ব্যবহারের নিয়ম: রেগুলার হেয়ার অয়েল এর সাথে মিক্স করে চুলে লাগাবেন।দুইদিন অন্তত মাথায় রেখে তারপর শ্যাম্পু করবেন।