অযু নষ্ট হওয়ার কারণ ( প্রথম প্রকারভেদ )

অযু নষ্ট হওয়ার কারণ

অযু নষ্ট হওয়ার কারণ ( প্রথম প্রকারভেদ )
অযু নষ্ট হওয়ার কারণ
যেসব কারণে অযু নষ্ট হয়:

যেসব কারণে অযু বিনষ্ট হয় তা দু’প্রকার। যথা: 

১. যা শরীরের ভেতর থেকে বের হয়।

২. যা বাইর থেকে মানুষের উপর এসে পতিত হয়।

অযু নষ্ট হওয়ার কারণ
Read More…

অযু নষ্ট হওয়ার কারণ (দ্বিতীয় প্রকারভেদ)

রোগীর জন্য অজুর বিধান

কক্সবাজার ফ্লাইট ভাড়া এবং সময়সূচী 2023

দেশের তরুণ সমাজ কেন বিদেশে যাচ্ছে? একটি পরিষ্কার ধারণা

কক্সবাজারের সকল হোটেলের মোবাইল নম্বর- ৫০০ টাকায় কক্সবাজার হোটেল

ঘুম হারাম | ইসলামে কিভাবে ঘুমাতে নিষেধ করা হয়েছে এবং কিভাবে ঘুমানো ভালো

প্রথম প্রকার অযু নষ্ট হওয়ার কারণ

১. পেশাব পায়খানা বের হওয়া।

২. পায়খানার রাস্তা দিয়ে বায় বের হওয়া।

৩. থুথু কাশি ব্যতীত বমির সাথে রক্ত, পুঁজ, খাদ্য বা অন্য কিছু বের হলে আর মুখ ভর্তি বমি হলে।

৪. মুখ ভর্তি বমি না হলেও বার বার হলে এবং এর পরিমাণ মুখ ভরে হওয়ার সমান হলে অযু নষ্ট হবে।

৫. পেশাব পায়খানার রাস্তা দিয়ে অন্য কিছু বের হওয়া, যেমন ক্রিমি, পাথর, রক্ত, মুযী ইত্যাদি।

৬. শরীরের কোন অংশ থেকে রক্ত বেয়ে গড়িয়ে যাওয়া।

৭. চোখে কোন কষ্টের কারণে ময়লা বা পানি বের হয়ে যদি গড়িয়ে পড়ে তখন অযু নষ্ট হয়। কিন্তু যার চোখ দিয়ে অনবরতই পানি পড়ে এর জন্য মাফ।

৮. কোন মহিলার স্তনে ব্যথার কারণে দুধ ছাড়া কিছু পানি যদি বের হয় তাহলে অযু নষ্ট হবে।

৯. ইস্তিহাযার রক্ত বের হলে।

১০. থুথুর সাথে রক্ত এলে এবং রক্তের পরিমাণ অধিক হলে।

১১. কামভাব ব্যতীত বীর্যপাত হলে, যেমন ভারী বােঝা উঠালে, উঁচু স্থান থেকে নীচে নামতে অথবা ভীষণ দুঃখ পেলে যদি বীর্য বের হয় তখন অযু নষ্ট হবে।

১২. মুযি বের হলে।

১৩, যে যে কারণে গোসল ওয়াযিব হয় এ কারণে ওযু নষ্ট হবে, যেমন হায়িয, নিফাস, বীর্যপাত প্রভৃতি।

Posted

November 14, 2023
in

Al Quran Bangla, Hadith, আল কোরআনের বাণী
by

Shohidul

Tags:

অযু নষ্ট হওয়ার কারণ, অযু ভঙ্গের কারণ কয়টি, উলংগ হলে কি ওযু ভাঙ্গে, ওযু ভঙ্গের কারণ ৭টি, ওযু ভঙ্গের কারণ দলিল সহ, ওযু মাকরুহ হওয়ার কারণ, নামাজ ভঙ্গের কারণ ১৯টি, নারীদের ওযু ভঙ্গের কারণ, পাদ দিলে কি ওযু ভেঙে যায়


Monirul Islam

1231 Blog posts

Comments