বন্ধুত্ব

জীবনে বড় হওয়ার পাশাপাশি বন্ধু নামক উপাধিও বড় হতে থাকে,,,বন্ধুত্ব এমন একটি শব্দ যার গভীরতা ও অনেক।

আমরা মানুষ জাতি,,আমার জন্মের শুরুতে আমরা পাশে পাই বাবা-মা কে তারাই তখন আমাদের বন্ধু,,,ছোট ছোট হাত পা দুটোকে সামলাতে তারা কত কি না করে,,,,মা তো রাত জেগে জেগে চোখের নিজে কালো করে ফেলে পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু মা,,,,তারপর বাবার অবদান কঠোর পরিশ্রম করে সেই ছোট প্রান টা কে কিভাবে ভালো রাখবে তা নিয়ে চিন্তায় প্রখর থাকে তাই বাবা হলো দ্বিতীয় বন্ধু,,

আস্তে আস্তে বড় হওয়া আশে পাশের চারিপাশ,,, দিন যাচ্ছে তো বড় হচ্ছি তার পর প্রথম বিদ্যালয় প্রাইমারি স্কুল সেখানে হাজারো মানুষের মাঝে একজনকে আকড়ে ধরে চলাফেরা করে নতুন বন্ধুর তালিকা তৈরি,, সময় যায় প্রাইমারির গন্ডি পের হতে হতে কতশত বন্ধু এলো গেলো তারপর উচ্চ বিদ্যালয় ওখানেও একই হাজারো মানুষের ভিড়ে নতুন কিছু মুখ এসে বন্ধু মহলে যোগ হয় এভানে আস্তে আস্তে উচ্চ মাধ্যমিক শেষ কত ঝড় ঝাপটা পারি দিয়ে বন্ধু মহলটা টিকে গেলো, তারপর সংসার বাচ্চা স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে জেনো হয় না মন তো মানে না কথায় তোরা চলে আই একটু আড্ডা দেয় একটু গল্প করি মনে করিয়েই দেই স্কুল কলেজের সময় গুলোর হাসিকান্নার সৃতি,স্যার ম্যামদের জ্বালাতন করে টিমের নাম ডেঞ্জারাস টিম করে নেওয়ার গল্প,,,,,আমের দিনে আম চুরি করে ক্লাস পার্টি আম ভর্তার কথা,,, কত শত সৃতি কইরে তোরা আসিস না কেনো,,হুট করে একদিন চলে এসে শাড়ি পড়ে করে ফেলবো পিকনিক আহা কতশত কথা জমা আছে সব জেনো আজ হাফছেড়ে বাঁচবে তোদের সাথে গল্প করে,,

আখি+ফাতেমা+নুরজাহান+আখি+আলমিনা+খাদিজা+জেমিম+সূর্বনা 

ভালোবাসি তোদের খুব

Dangerous Tim


Akhi Akter Mim

313 Blog posts

Comments