ঘড়ি
ঘটনা
ব্লগ
বাজার
পাতা
আরও
আশা করি সবার ভাল লাগবে।
অফিস থেকে একটু লেট করে বাড়িতে ফিরছিলাম।কলিগ নতুন বিয়ে করেছে তাই আভিজাত্য একটা হোটেলে ডিনার করার জন্য নিয়ে গিয়েছিল।হেটে হেটে বাড়ি ফিরা আমার পুরোনো অভ্যাসগুলোর মধ্যে একটা।বর্ষাকাল চলছিল তাই বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পরছিল।আশে পাশের সব দোকান বন্ধ।আমি হেটে হেটে এলাকায় আসতেই লক্ষ্য করলাম জনি ভাইয়ের চায়ের দোকানের বেঞ্চে বোরকা পরা কে যেন বসে ছিল। এত রাতে বৃষ্টির মধ্যে একটা বোরকা পরা মেয়ে বসে থাকা নজরে লাগার মতো।আমি থমকে গিয়ে ছোট চোখ করে উচ্চস্বরে জিজ্ঞাস করলামঃ >কে?কে ওখানে? মেয়ে টি আমার আওয়াজ শুনে আমার উদ্দেশ্যে উঠে এসে সামনে দাঁড়িয়ে বললঃ >আস সালামুয়ালাইকুম। সালামের আওয়াজ যেন সরাসরি বুকে লাগল।এত সুন্দর কন্ঠ আমি আগে কখনো শুনি নি।
26 ব্লগ পোস্ট
আর ঢুকাও
আপনি আইটেমগুলি ক্রয় করতে চলেছেন, আপনি কি এগিয়ে যেতে চান?