একটি ইসলামিক শিক্ষনীয় ছোট গল্প –

একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। জঙ্গলের মধ্যে ঢোকার পরে গরুটি একটি বাঘের সামনে পড়ে?

একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। জঙ্গলের মধ্যে ঢোকার পরে গরুটি একটি বাঘের সামনে পড়ে। গরুটিকে দেখেই আক্রমণ করার চেষ্টা করলে গরুটি সাথে সাথে দৌড় দিতে থাকে, কিন্তু বাঘের তুলনায় গরুটি সেভাবে দৌড়াতে পারে না। গরুটি আর দিশা না পেয়ে সামনে একটি পুকুরের মধ্যে ঝাঁপ দিল। পুকুরটি মাত্র কয়েকদিন হয়েছে পানি শুকিয়েছে, পানি শুকিয়ে কাঁদা এখনো শুকায়নি। বাঘটিও কিছু না ভেবে গরুটির সাথে পুকুরে ঝাঁপ দিল। বাঘ এবং গরু দুজনেই কাঁদার মধ্যে গলা অব্দি আটকে গেল। বাঘটি রেগে গিয়ে গরুটিকে বলল কিরে হারামজাদা তুই আর লাভ দেওয়ার মত কোন জায়গা খুঁজে পেলি না, শেষমেশ এই কাঁদার মধ্যে লাফ দিলি? তুই উপরে থাকলে না হয় তোকে একটু ধরে ভালো মতে মজা করে খেতে পারতাম, এখন তো দুজনেরই মৃত্যু অনিবার্য।


Md Sayed

26 Blog posts

Comments