আমার আমি

আমি তো আমারই হবো,,কারো প্রয়োজন না হয়ে আমার আমি হয়ে থাকায় শ্রেও,,

আমার আমি ভিষনদামী।এ কথাটার অর্থ খুজতে খুজতে জীবন থেকে অনেক গুলো বছর হারিয়ে গেছে,,। সুন্দর হলে মানুষ লম্বা হলেই মানুষ, কিছু কিছু মানুষদের বাজে মন্তব্য নিতে নিতে নিজের নিজেকে ভূলে গেছিলাম, এখন আফসোস হয় কেনো রুখে দাড়ানি তখন।কেনো সৃষ্টির ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম।তখন ভাবনায় ছিলো কেনো কেউ পাশে থাকে না কেনো কেউ আমায় একটু বুঝে না কেনো কেউ একটু ভালোবাসে না,।সব অভিযোগ দিন শেষে যখন আম্মুর কাছে বলি,,আম্মু মিষ্টি সুরে বুঝিয়ে বলে সবাইকে আল্লাহ তা'আলা সৃষ্টি করেছে এখানে মানুষের হাত নেই যারা বাজে মন্তব্য করে তারা বোকা এবং ভূল পথের বাসিন্দা। 

আমরা সবাই মানুষের গঠন আকৃতি সুন্দর সব কিছু নিয়ে বিবেচনা করি কিন্তু আমাদের কি অধিকার আছে যা আমাদের হাতে তৈরি নই তা নিয়ে এতো সমালোচনা করা,,,আমরা কি ভূলে যায় দিন শেষে আমাদের কোথায় ফিরতে হবে।

আমি ভালোবাসি নিজেকে ভালোবাসি নিজের প্রত্যেকটি চলন বলনকে ভালোবাসি আল্লাহর দেওয়া আমার ছোট দেহকে।

আমাকে জাজ় করার অধিকার কারো নেই মহান আল্লাহ তা'আলা ছাড়া,,।


Akhi Akter Mim

313 مدونة المشاركات

التعليقات