বেদাত

বিদআত কুফরের ডাকঘর। বিদআতীদের বহু ফির্কা তাদের বিদআতের মাধ্যমে কুফরে পৌছে কাফের হয়ে গেছে; যদিও বা তারা নিজে??

‘আখেরী চাহার সোম্বা’

একটি ভিত্তিহীন ও বানোয়াট রসম !

.

হিজরি ১৪৪৫ সালের সফর মাস প্রায় শেষের দিকে। সফর মাসের শেষ বুধবারকে কেন্দ্র করে আমাদের দেশে একটি বিদআত প্রায় জাতীয় ভাবে পালিত হয়। তা হচ্ছে কথিত ‘আখেরী চাহার শোম্বা’। এটি সফর মাসের বহুল প্রচলিত একটি বিদআত। সফর মাসের চাঁদের সংবাদের সাথে গুরুত্বের সাথে প্রচার করা হয় আখেরী চাহার শোম্বা নামক বানোয়াট একটা দিবসের।

.

যারা উক্ত দিবসটি পালন করেন, তারা প্রতি বছর সফর মাসের শেষ বুধবার বিশেষ ভাবে আখেরী চাহার সোম্বা উদযাপন করেন। তারা এই দিনে বিশেষ সালাত ও দান সাদাকা করেন। তারা বলে থাকেন উক্ত দিন সাহাবীগণ (রদিয়াল্লাহু আনহুম) রাসূলুল্লাহ ﷺ -এর সুস্থতায় খুশি হয়ে হাজার হাজার উট দান করে দেন। হাজার হাজার দীনার সাদাকা করে দেন। তাই তারাও এই দিনে দান সাদাকা ও বিশেষ নিয়মে সালাত আদায় করেন। এই দিনের স্মরণে বিশেষ সংখ্যায় এমন কিছু দরূদ পাঠ করে থাকেন যে দরূদগুলো রাসূলুল্লাহ ﷺ কিংবা তার সাহাবীগণ (রদিয়াল্লাহু আনহুম) থেকে প্রমাণিত নয়। তারা বিশ্বাস করেন এই দিনে বিশেষ দরুদ ও দুআ পড়ে পানিতে ফুঁক দিয়ে সে পানি পান করলে ও তা দ্বারা গোসল করলে সকল রোগ-শোক দূর হবে ও বালা মুসিবত থেকে মুক্ত থাকা যাবে।

.

কিন্তু প্রকৃত বিষয় হচ্ছেঃ এ দিবসের আলাদা কোন ফযিলত কিংবা এ দিবসকে কেন্দ্র করে প্রচলিত ঘটনা ও আমলগুলো কোনো গ্রহনযোগ্য হাদীস দ্বারা প্রমাণিত নয়।

.

এই দিবস কেন্দ্রীক সকল প্রকার রেওয়াজ রসম ভিত্তিহীন এবং তা পালন করা সম্পূর্ণ বিদ'আহ। তাবেয়ীদের যুগেরও প্রায় এক হাজার বছর পর এই বানোয়াট গল্প ও রসমের প্রচলন হয়েছে। সুতরাং, এসব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, বিদআতের থেকে আমাদের নিজেদের বিরত থাকা এবং সাধ্যমত এসব বন্ধ করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে শিরক ও বিদআত থেকে রক্ষা করুন। আমীন।


Bonolota

106 Blog posts

Comments