আল্লাহ এক

আল্লাহ এক তাঁর কোন শরীক নেই

সরল অনুবাদ!

বল , তিনিই আল্লাহ এক-অদ্বিতীয়

 আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সকলেই তার মুখাপেক্ষী

 তিনি কাউকে জন্ম দেন নাই, এবং তাকেও জন্ম দেওয়া হয়নি

 এবং তার সমতুল্য কেউই নাই। 

 

 

শানে নুযুল ও ফজিলত ইমাম আহমাদ রহমাতুল্লাহ আলাইহি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তা'আলা আনহু বর্ণনা করেন যে উবাইব ইবনে কাব বলেন মুশরিকরা একটা বলিল. মোহাম্মদ! আমাদেরকে তোমার প্রতিপালকের বংশান নামাটি একটু শোনাও দেখি. ইহার উত্তরে সূরা ইখলাস নাযিল করেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ অর্থ যে কারো সন্তান নহে এবং যার কোন সন্তান নাই কারণ যে জন্মগ্রহণ করে তার একদিন মৃত্যু হইবেই আর যে মৃত্যুবরণ করে অন্যরা তার উত্তরাধিকার হয় অথচ আল্লাহর মৃত্যু নাই এবং তার কোন উত্তরসূরী নাই তাহার সমকক্ষ বলতে কেহ নাই আবু ইয়ালা মুসলি রহমতুল্লাহি জাবির রাদিয়াল্লাহু তা'আলা আনহু হইতে বর্ণনা করেন যে এক বেদুইন রাসুল সাঃ এর  নিকট এসে বলিল মোহাম্মদ তোমার প্রতিপালকের একটু নোসবনামা বলো দেখি তখন আল্লাহতালা সূরা ইখলাস অবতীর্ণ করেন তাবারানী রহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলিয়াছেন প্রতিটি বস্তুর একটি নিসবত থাকে আর আল্লাহর নিজবত হইলো কুলহু আল্লাহু আহাদ। 


Md Nuruzzaman

24 Blog posts

Comments