ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা হতে বর্ণনা করেন যে, আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুদ্র একটি সৈন্যদলকে কোথাও এক অভিযানে প্রেরণ করেন ।
ফিরিয়া আসার পর তারা সেনাপতির বিরুদ্ধে এই নালিশ দাঁয়ের করিল যে, প্রতি নামাজের কেরাতের শেষে সূরা ইখলাস পাঠ করিত ।
শুনিয়া রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলিলেন, তাহাকে জিজ্ঞাসা কর সে এমন কেন করিত?
জিজ্ঞাসা করলে সে বলিল কারণ এই সূরায় আল্লাহর গুণ ও পরিচয় বর্ণনা করা হইয়াছে
বিধায় ইহা পড়িতে আমার কাছে খুব ভালো লাগে শুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন তাকে বল যে, আল্লাহ তাআলা তাকেও ভালোবাসেন।