আল্লাহ এক

তাঁর কোন সমকক্ষ নেই

ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা হতে বর্ণনা করেন যে, আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুদ্র একটি সৈন্যদলকে কোথাও এক অভিযানে প্রেরণ করেন ।

 

ফিরিয়া আসার পর তারা সেনাপতির বিরুদ্ধে এই নালিশ দাঁয়ের করিল যে, প্রতি নামাজের কেরাতের শেষে সূরা ইখলাস পাঠ করিত ।

শুনিয়া রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলিলেন, তাহাকে জিজ্ঞাসা কর সে এমন কেন করিত?

জিজ্ঞাসা করলে সে বলিল কারণ এই সূরায় আল্লাহর গুণ ও পরিচয় বর্ণনা করা হইয়াছে

 বিধায় ইহা পড়িতে আমার কাছে খুব ভালো লাগে শুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন তাকে বল যে, আল্লাহ তাআলা তাকেও ভালোবাসেন। 


Md Nuruzzaman

24 Blog posts

Comments