ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সালাত অধ্যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণনা করেন যে, তিনি বলেন এক আনসারী সাহাবী কুবা মসজিদের ইমামতি করিতেন তাহার নিয়ম ছিল সূরা ফাতিহার পর প্রথমে সূরা ইখলাস পাঠ করিয়া পরে অন্য সূরা মিলাইতেন ।
প্রত্যেক রাকাতে তিনি এই নিয়মে পাঠ করতেন।
এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর মুসল্লিরা অভিযোগ করলে তিনি পরিষ্কার বলিয়া দিলেন যে, আমি এইভাবে পড়িতে থাকিব তোমাদের ইচ্ছা হয় আমার পিছনে নামাজ পড়ো না হয় আমি ইমামতি ছাড়িয়ে দিতে প্রস্তুত আছি।